‘ভালোবাসার দোকান’ বন্ধ কেন? ভারতের পাক বধের পর রাহুলকে তোপ হিমন্তর

Written by Sunita Das October 15, 2023 6:57 pm

দিসপুর, ১৫ অক্টোবর– শনিবার আহমেদাবাদে পাকিস্তান বধ করে জয়ে মাতে ভারতীয় ক্রিকেট দল৷ প্রথমে ১৯১ রানে পাকিস্তানকে অল আউট করা, তারপর ১১৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া৷ ভারতের এই বিরাট জয়ের পর উল্লাসে মেতে গোটা দেশ৷ কিন্তু এই জয়েও এসে লেগেছে রাজনীতির ছোঁয়া৷
যে রাহুল পাকিস্তানের প্রতিটি কথায় বিজেপিকে দূষতে থাকেন সেই রাহুল কেন ভারতীয় দলের এই জয়ে কোনও মন্তব্য বা সোশাল মিডিয়া পোস্ট করলেন না তাই নিয়েই প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
ভারতের জয়ের একদিন পর হিমন্ত টুইট করে বললেন, ‘গতকাল বিশ্বকাপের ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়েছে৷ গোটা দেশ তাতে আনন্দে মেতে উঠেছে৷ অথচ ‘মহব্বত কি দুকান’ থেকে একটি শব্দও পেলাম না৷ তিনি নীরব কেন?’ তবে হিমন্ত তাঁর পোস্টে রাহুল গান্ধির নাম না নিলেও ‘মহব্বত কি দুকান শব্দ’ শব্দ ব্যবহার করেই বুঝিয়ে দিয়েছেন তিনি রাহুলকেই বোঝাতে চেয়েছেন৷  আসলে ইদানিং রাহুলকে কোণঠাসা করার কোনও সুযোগ ছাড়ছেন না অসমের মুখ্যমন্ত্রী৷
বস্তুত, শনিবার ভারতের পাক বিজয়ের পরই কংগ্রেসের সরকারি এক্স হ্যান্ডেল থেকে দলকে শুভেচ্ছা জানানো হয়৷ কংগ্রেসের অন্য নেতারাও ভারতীয় দলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন৷ তবে রাহুলের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিকে কোনওরকম পোস্ট হয়নি৷ সম্ভবত সেটাকেই নিশানা করলেন হিমন্ত৷
রাহুল গান্ধি শুভেচ্ছা না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্ত্ত ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, আহমেদাবাদে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স৷ গোটা দেশের অনবদ্য পারফরম্যান্সে ভর করে এই জয় এসেছে৷ ভারতীয় দলকে শুভেচ্ছা৷ আগামী দিনের ম্যাচগুলির জন্য শুভেচ্ছা৷