• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

আপের অসৎ তালিকায় মোদি, শাহ, রাহুলও

তালিকায় নাম দেখা গেলো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীরও

ফাইল চিত্র

দিল্লির ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক দলগুলির একে ওপরের প্রতি দোষারোপের ঝাঁঝ। বর্তমানে কংগ্রেস ও আপের মনোমালিন্য সবারই জানা। এতদিন দিল্লির কংগ্রেস নেতাদের নিশানা করলেও সরাসরি কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের সেভাবে আক্রমণ করেনি আপ। কিন্তু এবার এবার সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করে রাজধানীজুড়ে পোস্টার দিল আপ। এই পোস্টারে অসৎ নেতাদের একটি তালিকা ছেপেছে কেজরির দল।  সেই তালিকায় নাম দেখা গেলো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীরও। দিল্লিজুড়ে আম আদমি পার্টি যে পোস্টারটি দিয়েছে তাতে বলা হয়েছে কেজরিওয়ালের সততা সব অসৎ নেতাদের পরাস্ত করবে।

এই অসৎ নেতাদের যে তালিকা ওই পোস্টারে দেওয়া হয়েছে, সেই তালিকায় রয়েছেন রাহুল গান্ধীও। আপের ওই পোস্টারে হিন্দিতে লেখা হয়েছে, ‘কেজরিওয়াল কি ইমানদারি, সারে বেইমানো পর পড়েগি ভারি’। রাহুল গান্ধী, অজয় মাকেন, সন্দীপ দীক্ষিত ছাড়া এই তালিকায় রয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, অনুরাগ ঠাকুরের মতো নেতা-মন্ত্রীর নামও।  যেমন রয়েছেন, তেমনই জায়গা দেওয়া হয়েছে রাহুল গান্ধী, অজয় মাকেন, সন্দীপ দীক্ষিতদেরও।উল্লেখ্য এতদিন দিল্লির প্রচারে আপের কাছে কংগ্রেসের থেকে বেশি গুরুত্ব পেয়েছে গেরুয়া  শিবির। সেটা ইন্ডিয়া জোটের শরিক বলেই হোক, কিংবা কৌশলগত কারণেই হোক। কিন্তু এবার দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেসের গুরুত্ব বাড়ছে আপের কাছে বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে।

Advertisement

Advertisement

Advertisement