কলকাতা লিগের ভবিষ্যৎ কী, তা জানা যাবে মঙ্গলবার। চ্যাম্পিয়নশিপের এখনও ইস্টবেঙ্গল, ডায়মন্ডহারবার এফসি, ভবানীপুর ও মহামেডানের খেলা বাকি রয়েছে। সেই বাকি ম্যাচগুলো এবার আয়োজন করতে চায় আইএফএ। মঙ্গলবার আইএফএ এই চার ক্লাবকে বৈঠকে ডেকেছে। চার ক্লাবের সঙ্গে কথা বলার পর বাকি ম্যাচের সূচি তৈরি করবে তারা।
এখনও লিগ জয়ের দৌড়ে সমানভাবে রয়েছে ইস্টবেঙ্গল ও ডায়মন্ডহারবার এফসি। সন্তোষ ট্রফির প্রাথমিক রাউন্ডের খেলা থাকার জন্য গত কয়েক সপ্তাহে ঘরোয়া লিগের খেলা দেয়নি রাজ্য ফুটবল সংস্থা। সন্তোষের প্রাথমিক পর্বের খেলা হয়ে যাওয়ার পর এবার লিগ শেষ করার জন্য এই বৈঠক ডেকেছে তারা।
Advertisement
তবে দীর্ঘদিন পর ফের লিগ শুরু করতে যথেষ্টই বেগ পেতে হতে পারে আইএফএ-কে। ইতিমধ্যেই কোচ কিবু ভিকুনা ডায়মন্ডহারাবার ফুটবলারদের ছুটি দিয়ে দেশে ফিরে গিয়েছেন। তিনি ফিরবেন আগামী মাসের প্রথম সপ্তাহে। তাদের একাধিক ফুটবলার আবার রয়েছেন সন্তোষ ট্রফির বিভিন্ন রাজ্য দলে। লিগের ম্যাচ খেলার আগে এক সপ্তাহ অনুশীলনের সময় চাইবে তারা। তার আগে খেলা সম্ভব নয়।
Advertisement
Advertisement



