কোনও অনুশীলন ছাড়াই মঙ্গলবার নামছে কেকেআর

Written by SNS April 16, 2024 2:19 pm

কলকাতা– আজ মঙ্গলবার আইপিএলের মেগা ম্যাচ৷ এই মুহূর্তে পয়েন্ট টেবলে এক নম্বরে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুই নম্বর দল কেকেআর খেলতে নামছে তাদের হোম ম্যাচ৷ যদিও কে কে আর-এর থেকে এক ম্যাচ বেশি খেলেছে রাজস্থান রয়্যালস৷ ৬ ম্যাচের শেষে তাদের অর্জিত পয়েন্ট ১০৷ এই মুহূর্তে এক নম্বরে রয়েছে তারা৷ অপরদিকে ৫ ম্যাচ খেলে কেকেআর-এর পয়েন্ট ৮৷ এই ম্যাচের জয়-পরাজয়ের উপর নির্ভর করবে পয়েন্ট টেবলে দুই দলের আগামী অবস্থান৷ কেকেআর যদি এই ম্যাচ জিততে পারে তাহলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্টে রাজস্থান রয়্যাল-এর সমান হলেও ১ ম্যাচ কম খেলবে তারা৷ তাছাড়াও আছে কেকেআর-এর অনবদ্য রানরেট৷ ৫ ম্যাচের শেষে কেকেআর-এর রানরেট যেখানে +১.৬৮৮ সেখানে রাজস্থান রয়্যালসের ৬ ম্যাচ শেষে রানরেট +০.৭৬৭৷ আর কেকেআর হারলে রাজস্থান রয়্যালসের থেকে পয়েন্টের বিচারে বেশকিছুটা পিছিয়ে পড়বে শাহরুখের দল৷ গত রবিবার বাংলার বছরের প্রথম দিনে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে এক দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর৷ বল হাতে স্টার্ক এবং ব্যাট হাতে সল্ট মাতিয়ে দিয়েছিল সেদিনের ইডেনের দর্শকদের৷ মাঝে মাত্র একদিন রেখে মঙ্গলবারই কেকেআর খেলতে নামছে লিগ তালিকায় এই মুহূর্তে এক নম্বর দলের বিরুদ্ধে৷ সেই দলের বিরুদ্ধে খেলতে নামার আগে কোনও অনুশীলন না করার সিদ্ধান্ত নিল কেকেআর৷

রবিবার দুপুরে ম্যাচ ছিল কলকাতার৷ গরমের মধ্যে খেলতে নেমে ফিল সল্ট বলেছিলেন, “মনে হচ্ছিল আমি গলে যাব৷” এই গরমে খেলা ক্রিকেটারদের জন্য কষ্টের৷ তার উপর এক দিনের ব্যবধানে আবার ম্যাচ খেলতে নামা৷ সেই কারণে গৌতম গম্ভীরেরা সোমবার কোনও অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছেন৷ ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন৷ সেই কারণেই আর গরমের মধ্যে অনুশীলন করছে না কেকেআর৷

প্রায় এক মাস হতে চলল প্রতিযোগিতার৷ ফলে নতুন করে অনুশীলন করার তেমন কিছু নেই৷ বরং রবিবারের ম্যাচের পর বিশ্রাম না নিলে ক্লান্ত হয়ে যেতেন ক্রিকেটারেরা৷ সেটার প্রভাব পড়তে পারত মঙ্গলবারের খেলায়৷ কেকেআরের কাছে তাই এই বিশ্রাম প্রয়োজন ছিল৷ ক্রিকেটারদের তরতাজা রাখাটাও জরুরি৷ সেই কথা ভেবেই শ্রেয়সদের বিশ্রাম দিয়েছে দল৷