দীর্ঘ ছ’বছরের অপেক্ষার অবসান। শেষ পর্যন্ত ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ টুর্নামেন্টের ফাইনালে খেলার ছাড়পত্র পেলেন। একটা সময় কিদাম্বী শ্রীকান্ত বিশ্বের পয়লা নম্বর শাটলার ছিলেন। চোট-আঘাত তাঁকে বারবার ব্যাডমিন্টন জীবনে উত্থান-পতন ঘটিয়েছে। শনিবার পুরুষদের সেমিফালে জাপানের ইউশি তানাকাকে ২১-১৮, ২৪-২২ পয়েন্টে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন।
শ্রীকান্তের শক্তিশালী নেট প্লে এবং আক্রমণাত্মক শট নিয়ে প্রতিপক্ষকে পিছনে ফেলার চেষ্টায় সফল হয়েছেন। তাঁর আত্মবিশ্বাসই কথা বলেছে খেলায়। শ্রীকান্ত শেষবার ২০১৯ সালে ইন্ডিয়া ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। তবে হেরে গিয়েছিলেন ফাইনালে। বর্তমানে তিনি বিশ্ব র্যা ঙ্কিংয়ে ৬৫ নম্বরে রয়েছেন। ফাইনালে শ্রীকান্ত খেলবেন জাপানের কোডাই নারাওকা এবং চিনের লি শি ফেংয়ের মধ্যে বিজয়ীর সঙ্গে।
Advertisement
Advertisement
Advertisement



