• facebook
  • twitter
Tuesday, 19 August, 2025

কালীঘাট স্পোর্টস লাভার্স অ‍্যাসোসিয়েশনের জার্সি উন্মোচন

প্রাক্তন ফুটবলার সাবির আলি বলেন, এই ক্লাবের দায়িত্ব পেয়ে আমি খুশি। কলকাতায় খেলে আমি নাম করেছি। তাই কলকাতার প্রতি আলাদা ভালোবাসা রয়েছে।

নিজস্ব চিত্র

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে অভিযান শুরু করছে শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার ক্লাবের জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কোচ সাবির আলি, সম্পাদক স্বপন ব্যানার্জী ও শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি।

এছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ, আইএসএল খেলা ফুটবলার প্রণয় হালদার, প্রশিক্ষক রঘু নন্দী, আইএফএ সহসচিব সুদেষ্ণা মুখার্জী, অলোক দাস, রাজু নস্কর ও চিন্ময় চ্যাটার্জি সহ অন্যরা। প্রাক্তন ফুটবলার সাবির আলি বলেন, এই ক্লাবের দায়িত্ব পেয়ে আমি খুশি। কলকাতায় খেলে আমি নাম করেছি। তাই কলকাতার প্রতি আলাদা ভালোবাসা রয়েছে।

News Hub