কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে অভিযান শুরু করছে শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার ক্লাবের জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কোচ সাবির আলি, সম্পাদক স্বপন ব্যানার্জী ও শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি।
এছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ, আইএসএল খেলা ফুটবলার প্রণয় হালদার, প্রশিক্ষক রঘু নন্দী, আইএফএ সহসচিব সুদেষ্ণা মুখার্জী, অলোক দাস, রাজু নস্কর ও চিন্ময় চ্যাটার্জি সহ অন্যরা। প্রাক্তন ফুটবলার সাবির আলি বলেন, এই ক্লাবের দায়িত্ব পেয়ে আমি খুশি। কলকাতায় খেলে আমি নাম করেছি। তাই কলকাতার প্রতি আলাদা ভালোবাসা রয়েছে।