• facebook
  • twitter
Sunday, 25 January, 2026

কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের মেগা রক্তদান উৎসবে মানুষের ঢল

খেলাধুলোর পাশাপাশি মানবসেবার জন্য কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ অভিনব। সঞ্জয় বক্সি বলেছেন, রক্তদান মহৎ দান। এর কোনও বিকল্প হয় না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৭তম রক্তদান উৎসবের সূচনা করেন সাংসদ সুব্রত বক্সি ও আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি। শনিবার এই উৎসবকে সার্থক রূপ দেবার জন্য মানুষের ঢল নেমেছে। সচিব স্বপন ব্যানার্জি জানান, প্রতি বছরই আমরা ২৩ জানুয়ারি এই উৎসবের আয়োজন করি। কিন্তু এবারে নেতাজির জন্মদিনে সরস্বতী পুজো পড়ে যাওয়ায় একদিন পিছিয়ে নেওয়া হয়েছে উৎসবের দিনটি। এবারের এই মেগা রক্তদান উৎসবে প্রায় ২৫০০ মানুষ রক্তদান করেছেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের যে স্বতস্ফুর্ত প্রয়াস তা কোনওভাবেই ভোলা যাবে না। তাঁদের আন্তরিকতা এবং ভালোবাসায় এই উৎসবের আঙ্গিক অন্য মাত্রা দিয়েছে। সাংসদ সুব্রত বক্সি জানান, মানুষ মানুষের পাশেই থাকে। তাঁদের সমস্যা সমাধানে মানুষই এগিয়ে আসে। রক্তের কোনও বিকল্প নাম হতে পারে না। মানুষের রক্তেই একজন মানুষের প্রাণ বাঁচানো যায়। এই সেরা উৎসবের আয়োজন করে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন নজির গড়েছে। বিশেষ করে সচিব স্বপন ব্যানার্জি যেভাবে সাধারণ মানুষকে এই উৎসবে শামিল করেন, তাতেই বোঝা যায় তাঁর সমাজসেবায় অগ্রণী ভূমিকা।

Advertisement

আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি বলেন, ভালোবাসা না থাকলে এই ধরনের উৎসবের আয়োজন করা খুব কঠিন। খেলাধুলোর পাশাপাশি মানবসেবার জন্য কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ অভিনব। সঞ্জয় বক্সি বলেছেন, রক্তদান মহৎ দান। এর কোনও বিকল্প হয় না। পুর প্রতিনিধি অসীম বসু বলেন, মানুষকে কাছে আনার ক্ষেত্রে রক্তদান একটা বড় মাধ্যম হতে পারে। এখানে কোনও ধর্ম নেই। রক্তদানের মধ্য দিয়ে সবাইকে কাছে আনা সম্ভব হয়। মানুষের জীবন বাঁচে। এর থেকে বড় অন্য কোনও দান হয় না। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, রহিম নবি, সঞ্জয় মাঝি সহ অন্যান্যরা। ছিলেন ক্রীড়া সংগঠক বাবলু কোলে, সন্দীপন ব্যানার্জি, শেখর বিশ্বাস, অভিজিৎ পালিত এবং সাংবাদিক রতন চক্রবর্তী।

Advertisement

Advertisement