• facebook
  • twitter
Friday, 21 March, 2025

রঞ্জি ট্রফির ইতিহাসে জম্মু-কাশ্মীর

জম্মু-কাশ্মীরের এই অপ্রত্যাশিত জয় অবশ্যই কুর্নিশ করার মতো

রঞ্জি ট্রফি। প্রতিনিধিত্বমূলক চিত্র

রঞ্জির ট্রফির ইতিহাসে নজির গড়ে নাম লিখিয়ে ফেলল জম্মু-কাশ্মীর। ৪৪ বারের রঞ্জি জয়ী মুম্বই দলকে হারিয়ে এই কৃতিত্ব দেখাল জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা। হেভিওয়েট মুম্বই দলে রোহিত শর্মা থেকে যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, শিবম দুবে ও শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটাররা খেললেন তবুও প্রতিপক্ষ দলকে হারাতে পারলেন না।

জম্মু-কাশ্মীরের এই অপ্রত্যাশিত জয় অবশ্যই কুর্নিশ করার মতো। ২০৫ রানের লিড নিয়েও মুম্বই দল জম্মু-কাশ্মীরকে হারাতে পারল না। জম্মু-কাশ্মীর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গ্রুপ পর্বে তারা শীর্ষ স্থানে পৌঁছে গেল।