আগামী শুক্রবার ইডেন উদ্যানে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে ভারতীয় দলের খেলোয়াড়রা। এসেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। গত কাল রাতে লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের সামনে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে রাজধানী দিল্লি। তার পরেই ভারতবর্ষের বিভিন্ন শহরে রেড অ্যালার্ট করা হয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। সেই কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ইডেন উদ্যান। মঙ্গলবার দফায় দফায় পুলিশ প্রশাসন যেমন আলোচনার মধ্য দিয়ে নিরাপত্তা কীরকম হবে, তার ছক কষেছেন, আবার সিএবি-র প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে দুই দলের খেলোয়াড়দের জন্য। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ইডেন পরিদর্শন করে গেছেন। উচ্চ পর্যায়ের পুলিশ প্রধানরা ইডেন উদ্যানে দায়িত্বে থাকবেন। দুই দলের খেলোয়াড়দের নিরাপত্তায় কোথাও যেন ত্রুটি না থাকে, তার জন্য বাড়তি ব্যবস্থা থাকছে।
সন্দেহজনক ব্যক্তি বা কোনওকিছু দেখতে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে পুলিশ তার ব্যবস্থা নেবে বলে জানা গেছে। এমনকি যেখান থেকে টিকিট বিক্রি হচ্ছে, সেই জায়গাতেও বাড়তি পুলিশি ব্যবস্থা করা হয়েছে। দফায় দফায় সেনাবাহিনীর কর্মকর্তারা ইডেন পরিদর্শন করছেন। যাতে কোনওভাবেই পরিস্থিতি জটিল না হয়, তার জন্য গোয়েন্দাদের কড়া নজরদারির নির্দেশ দিয়েছে লালবাজার। বিশেষ করে শীতের দিনে কাশ্মীর ও আফগানিস্তান থেকে প্রচুর শালবিক্রেতা কলকাতায় এসে থাকেন। তাঁদের দিকেও নজর থাকবে।
Advertisement
এদিকে মঙ্গলবার সকালে কোচ গৌতম গম্ভীর কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গৌতম গম্ভীর মায়ের মন্দিরে পুজো দেন। আগে থেকেই সময় নির্দিষ্ট করা হয়েছিল। ঠিক সেই সময়েই মাত্র ১৫ মিনিটের জন্য কোচ গৌতম পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসেন।
Advertisement
তারপরেই কোচ গৌতম গম্ভীর অধিনায়ক শুভমন গিলকে নিয়ে ইডেন উদ্যানে চলে আসেন। শুভমন বেশ কিছুক্ষণ উইকেট পরীক্ষা করেন। মাটিতে বসে উইকেট টিপে দেখতে থাকেন। তাঁর শরীরী ভাষায় স্পষ্ট হয়েছে পিচ দেখে তিনি খুশি। অবশ্য এদিন ভারতীয় দলে ঐচ্ছিক অনুশীলন ছিল। তাই মাত্র সাতজন খেলোয়াড় অনুশীলনে এসেছিলেন। শুভমন গিলের ইডেনের উইকেট একেবারে চেনা। তাই নিজেকে আবার কলকাতার দর্শকদের সামনে ভালো ব্যাটিং করতে চাইছেন। সেই কারণে নেটে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরদের মোকাবিলা করলেন তিনি। ছিলেন সাই সুদর্শন ও যশপ্রীত বুমরাও। জানা গেছে এখনও উইকেটে অল্প ঘাস রয়েছে। আশা করা যায়, ম্যাচের আগের দিনই সেই ঘাস নির্মূল করে দেওয়া হবে। যাতে স্পিনাররা বাড়তি সুবিধা পান। সেইভাবে উইকেট তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে।
তবে এটা মনে রাখতে হবে, ভারতীয় দলের স্পিনাররা বাড়তি সুযোগ পাবেন, তা কিন্তু সঠিক তথ্য নয়। ভারতে আসার আগে, দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তান সফর করে। দক্ষিণ আফ্রিকা দলটি দারুণভাবে সফল হয়েছে। এই সাফল্যের পিছনে স্পিনারদের ভূমিকা ছিল বড়। সেই কারণে ইডেনের পিচেও তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ভারতকে চাপের মধ্যে রাখার চেষ্টা করবে। যতই বলা হোক না কেন, ভারতের তরুণ ক্রিকেটাররা সাহসীকতার পরিচয় দিয়ে বড় ভূমিকা নেবেন।
তবুও প্রত্যেককেই সতর্ক থাকতে হবে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে। আরও জানা গেছে, ইডেন উদ্যানে যে মুদ্রা দিয়ে টস করা হয়, তার একটা আলাদা বৈশিষ্ট্য থাকছে। ওই মুদ্রায় একপিঠে থাকছে মহাত্মা গান্ধীর ছবি আর অন্য পিঠে থাকবে নেলসন ম্যান্ডেলার ছবি।
Advertisement



