ঢাকা— বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পরে তিনি সাংসদ হয়েছিলেন। তারপরে বাংলাদেশের সরকার পড়ে যাওয়ার পরে তার নামে খুনের মামলা করা হয়েছিল। শাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে ভোটেও জিতেছিলেন। তবুও রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলতে নারাজ শাকিব। নিজের দেশে ফিরতে পারছেন না। বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সব কিছু হয়েছে রাজনীতির কারণেই। আওয়ামী লীগের হয়ে ভোটে জিতেছিলেন। সেই সাংসদের বিরুদ্ধে খুনের মামলাও করা হয়েছে।
শাকিব জানিয়েছেন, তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘আমার রাজনীতিতে যোগ দেওয়া যদি ভুল হয়ে থাকে, তা হলে ভবিষ্যতে যারা রাজনীতিতে যোগ দেবে, তাদের সিদ্ধান্তটাও ভুল হবে। কোনও চিকিৎসক, উকিল, ব্যবসায়ী যদি রাজনীতিতে যোগ দেন, তা হলে সেই সিদ্ধান্তটাও ভুল বলে ধরতে হবে। কিন্তু যে কোনও ব্যক্তি রাজনীতিতে যোগ দিতে পারে। সেটা তার অধিকার। মানুষ তাকে ভোট দেবে কি না সেটা তার সিদ্ধান্ত।’
Advertisement
মাত্র ছ’মাস রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পেরেছিলেন শাকিব। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতি করেছি মাত্র ছ’মাস। ভোটের পর মাত্র তিন দিন মাগুরা যেতে পেরেছিলাম। চার থেকে পাঁচ মাস ক্রিকেট খেলেছি। দেশের বাইরে ছিলাম। রাজনীতির সঙ্গে পুরোপুরি যুক্ত হওয়ার সময় কোথায় ছিল? প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আমাকে বলেছিলেন রাজনীতি করতে হবে না। ক্রিকেটে মন দিতে। আমি তাঁর পরামর্শ মেনেছি। তিনি মনে করেন, আমি যত দিন ক্রিকেট খেলছি, তত দিন সেটাই আমার মূল লক্ষ্য হওয়া উচিত। ক্রিকেট ছেড়ে আমি সহজেই পুরোপুরি রাজনীতি করতে পারতাম। কিন্তু তেমন ভাবে ভাবিনি। ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব। আমি রাজনীতিতে হঠাৎ করে ঢুকে পড়তে চাইনি। সময় নিয়ে বুঝে বুঝে এগোতে চেয়েছিলাম। পরিবর্তনটাই নিয়ম। ১০ বা ২০ বছর, কেউ এক জায়গায় থাকে না। এখন যে দল ক্ষমতায় আসবে, এক দিন তাদেরও সরে যেতে হবে। এই ভাবেই চলে। শেষ পর্যন্ত কী হবে সেটা আগে থেকে বলা যায় না।’
Advertisement
রাজনীতি যোগ দেওয়ার পর শাকিবের নামে একাধিক মামলা হয়েছে। যদিও তা নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। ওই সাক্ষাৎকারে শাকিব বলেন, “আমি উকিলের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, মামলাগুলো স্বাভাবিক নিয়মে এগোচ্ছে না। অনেক বেশি তাড়াতাড়ি কাজ হচ্ছে। ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে আমি কখনও ভাবিনি। ব্যবসা, লাভ, ক্ষতি এ সব দেখিনি। আমার মনে হয় না আমি কোনও অপরাধ করেছি। যে ভাবে আমাকে ফাঁসানো হয়েছে, আমি তেমন কোনও কিছুই করিনি। একটা ছবির জন্য আমাকে শাস্তি দেওয়া উচিত নয়। আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। প্রত্যেকের নিজস্ব সীমাবদ্ধতা আছে। আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। অনেকেই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নিই। আরও এক দু’বছর খেলতে পারব আমি। এটা হলে ভাল হয়।’
Advertisement



