দক্ষিণ কোরিয়া গুমিতে বসেছে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর। এই প্রতিযোগিতায় মঙ্গলবার সোনা পেলেন ভারতের গুলবীর সিং। পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে গুলবীর ২৮ : ৩৮.৬৩ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জিতে নেন। গুলবীরের সেরা পারফরম্যান্সের থেকেও ১ মিনিট কম সময় নিয়েছেন। ২৬ বছর বয়সী সেনাবিভাগের এই যুবক গত ছ’মাস পরিবার থেকে দূরে রয়েছেন।
গত বছরই তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। মাত্র চারদিনের জন্য কন্যা সন্তানকে দেখতে এসেছিলেন বাড়িতে। তিনি নিজে মনে করেন, জাতীয় স্বার্থ তাঁর কাছে অবশ্যই অগ্রাধিকার পেয়ে থাকে। জাপানের প্রতিযোগী মেবুকি সুজুকিকে হারিয়ে গুলবীর প্রথম স্থান দখল করেন। আর বাহরিনের অ্যালবার্ট রোপ তৃতীয় স্থান পেয়েছেন।
এখনও গুলবীরের কাছে পদক সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। আগামী ৩০ মে ৫ হাজার মিটার দৌড়ে তিনি অংশ নেবেন। এখানে উল্লেখ করা যেতে পারে ৫ হাজার মিটার দৌড়ে তাঁর জাতীয় রেকর্ড রয়েছে। এর আগে সার্বিন সেবাস্টিয়ান এই প্রতিযোগিতায় প্রথম পদক জেতার কৃতিত্ব দেখান ভারতের হয়ে। তিনি ২০ মিটার হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পান। তিনি সময় নেন ১ ঘণ্টা ২১ মিনিট ও ১৩.৬০ সেকেন্ড।