• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

ইংল্যান্ডে সবুজ উইকেটে ভারতীয় দলকে স্বাগত

হেডিংলের পিচ প্রস্তুতকারক রিচার্ড রবিনসন অবশ্য জানাচ্ছেন, টেস্ট ম্যাচের উপযুক্ত পিচই তৈরি করা হবে, যেখানে ব্যাটসম্যান ও বোলার উভয়ই সাহায্য পাবে।

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ। হেডিংলের প্রথম সেই টেস্টে সবুজ উইকেট তৈরি করে ভারতকে বিপাকে ফেলার ছক কষছে ইংল্যান্ড। এমনিতেও, ইংল্যান্ডের উত্তরের অবস্থিত এই শহরে উত্তরে হাওয়া সবসময় বোলারদেরই বিশেষ সহায়তা করে এসেছে। ফলে, এইরকম আবহাওয়ায় সবুজ পিচে বল ঘুরতে শুরু করলে ব্যাটসম্যানদের যে বিশেষ সমস্যায় পড়তে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে, হেডিংলের পিচ প্রস্তুতকারক রিচার্ড রবিনসন অবশ্য জানাচ্ছেন, টেস্ট ম্যাচের উপযুক্ত পিচই তৈরি করা হবে, যেখানে ব্যাটসম্যান ও বোলার উভয়ই সাহায্য পাবে। পাশাপাশি তিনি জানান, এই টেস্টের সময় বেশ ভালোই গরম থাকবে সেখানে। ফলে, উইকেটে আর্দ্রতাও থাকবে বেশ ভালো। তবে, খেলা যত এগোবে উইকেটের চরিত্র ততই বদলে যাবে। তিনি আরও বলেন, চতুর্থ ইনিংসে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। ফলে, প্রথম টেস্টে টস যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে, জানা যাচ্ছে আসন্ন এই টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন পেসার হর্ষিত রানা। যদিও বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের তরফে এখনও কিছু জানানো হয়নি। এদিন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বিরাট কোহলি। সেখানে তাদের সঙ্গে নৈশভোজও সারেন তিনি। পাশাপাশি, ইংল্যান্ডের বিরুদ্ধে কিভাবে সফল হওয়া যায় তার পরামর্শও তিনি দিয়েছেন গিলদের। অন্যদিকে, আচমকাই বিতর্কে ইংল্যান্ডের পেসার জোফ্রে আর্চার। চোটের জন্য প্রথম টেস্টে খেলবেন না তিনি। কবে ফিরবেন তাও জানা যায়নি।
তারমধ্যেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ড্রাফ্টে নাম লিখিয়েছেন তিনি। তবে, ইংল্যান্ড বোর্ডের তরফে মনে করা হচ্ছে, দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।