আইএসএল ফুটবলে লিগ-শিল্ড জয়ের দোরগোড়ায় কড়া নাড়ছে মোহনবাগান সুপার জায়ান্টস। আগামী শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেই সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া সহজ হয়ে যাবে। তবে অঙ্ক কষে খেলতে চাইছেন মোহন কোচ হোসে মোলিনা। প্রথম থেকেই তিনি আক্রমণাত্মক ফুটবল খেলায় বিশ্বাসী। সেইভাবেই খেলোয়াড়দের নির্দেশ দিয়েছেন।
কেরলের মাঠে খেলতে হবে, তাই একটু সতর্ক হওয়ার কথাও বলেছেন তিনি। দলে চোট-আঘাতের সমস্যা রয়েছে। তারওপর মাঝে দশ দিনের বিরতি। কোচিতে কেরলকে হারানো সহজ নয়। আবহাওয়া এবং পরিবেশ আলাদা। সমর্থকে ঠাসা থাকে স্টেডিয়াম। ছন্দপতনের কি আশঙ্কা আছে? এই প্রশ্নের উত্তর দিতে চাননি মোহন কোচ। তিনি বলেন, ‘প্রত্যেক ম্যাচের চেহারা আলাদা। পরিস্থিতি এবং পরিবেশও ভিন্ন। তবে দল তৈরি। আমাদের সেরাটা দিতে হবে। মোলিনা আরও বলেন, ‘আমাদের মনোসংযোগ ধরে রাখতে হবে। এই মুহূর্তে আরও মনোযোগী হওয়া দরকার। ওখানে গিয়ে তিন পয়েন্ট পেতে হবে। তবেই আমরা লিগ শিল্ডের দিকে একধাপ এগোব। হালকা চালের খেলার কোনও সুযোগ নেই। এটা মনে রাখতে হবে আমাদের পাখির চোখ জয়।
Advertisement
Advertisement
Advertisement



