শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্টস মুখোমুখি হচ্ছে। তবে মোহনবাগানের কোচ হোসে মোলিনা জানিয়ে দিয়েছেন এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে পাওয়া যাবে না। সেই জায়গায় খেলবেন দিমিত্রি পেত্রাতোস। আর আশিস রাইয়ের জায়গায় খেলবেন দীপেন্দু বিশ্বাস। সেই কারণে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হয়ে যাবে মোহনবাগানের।
এই মুহূর্তে আইএসএল ফুটবলে লিগ টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ মেরুন শিবির। রক্ষণভাগে সুভাশিস বসু, টম আলড্রেড ও আলবের্তো রদ্রিগেস। থাকবেন লিস্টন কোলাসো,দীপক টাংরি ও অনিরুদ্ধ থাপা।
Advertisement
এদিকে জামশেদপুরের কোচ খালিদ জামিল ডাগ আউটে থাকতে পারবেন না লালকার্ড দেখার কারণে। তবে সহকারি কোচ স্টিভন ডায়াস বলেছেন, আমরা কলকাতায় বেড়াতে আসিনি। মোহনবাগানকে চাপের মধ্যে রাখব।
Advertisement
Advertisement



