• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতীয় ফিল্ডারদের একহাত নিলেন গাভাসকার 

ভারতীয় ফিল্ডারদের একহাত নিলে সুনীল গাভাসকার। তিনি বলেন কি করে বেন স্টোক্সের মত ক্রিকেটারের ক্যাচগুলাে মিস করল।

সুনীল গাভাসকার (Photo: IANS)

ভারতীয় ফিল্ডারদের একহাত নিলে সুনীল গাভাসকার । তিনি বলেন কি করে বেন স্টোক্সের মত ক্রিকেটারের ক্যাচগুলাে মিস করল। 

অশ্বিনের কট অ্যান্ড বােল্ড করাটা চাপের থাকলেও, চেতেশ্বর পূজারা কি করে ক্যাচ মিস করলেন মাথায় ঢুকছে না। 

Advertisement

পাশাপাশি একজন ব্যাটসম্যানকে যদি দু’বার সুযােগ দেওয়া হয় সেটার সদব্যবহার সে তাে করবেই। 

Advertisement

যাইহােক বেন স্টোক্স শতরান করার আগেই আউট হয়েছে। এখন ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা কঠিন, এমন কথাই জানালেন সুনীল গাভাসকার।

Advertisement