• facebook
  • twitter
Sunday, 28 December, 2025

গৌতম গম্ভীরই কোচ, জানালেন বোর্ড-সচিব

গম্ভীরের কোচিংয়ে সাদা বলের ক্রিকেটে সাফল্য এলেও লালবলের ক্রিকেটে কাঙ্ক্ষিত সাফল্য অধরা। তাঁর অধীনে এখনও পর্যন্ত ১৮ টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল।

ফাইল চিত্র

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর থেকেই জল্পনা চলছিল ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে। শোনা গিয়েছিল তাঁকে নাকি ছাঁটাই করা হতে পারে। জল্পনা চলছিল গম্ভীরের বিকল্প হিসেবে নতুন কোচও নাকি খুঁজতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি গম্ভীরের বিকল্প হিসেবে একটা সময় লালবলের ক্রিকেটে ভারতের কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নামও উঠে এসেছিল।

তবে, আপাতত সেইসব জল্পনায় জল ঢাললেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। এদিন তিনি স্পষ্টভাবে জানান, এখনই গম্ভীরকে লাল বলের কোচের পদ থেকে সরানোর কোনও পরিকল্পনা বোর্ডের নেই। চুক্তি অনুযায়ী নিজের কাজ তিনি করে যাবেন। সাইকিয়া বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেই নিয়ম অনুযায়ী কোনও কোচের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সরানো হয় না। এর আগে রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও সেই নিয়ম মানা হয়েছিল। আর এবারও তার অন্যথা হবে না বলেই জানালেন সাইকিয়া।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, আগামী ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে গম্ভীরের। এদিকে, গম্ভীরের কোচিংয়ে সাদা বলের ক্রিকেটে সাফল্য এলেও লালবলের ক্রিকেটে কাঙ্ক্ষিত সাফল্য অধরা। তাঁর অধীনে এখনও পর্যন্ত ১৮ টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। যারমধ্যে সাতটিতেই হেরেছে তারা। এরমধ্যে ঘরের মাঠে ৯ টেস্ট খেলে ৫ ম্যাচেই হারতে হয়েছে যশস্বী জয়সওয়ালদের। পাশাপাশি একটি ম্যাচ ড্র করেছে তারা। এরফলে স্বাভাবিকভাবেই গম্ভীরকে নিয়ে বোর্ডের অন্দরে প্রশ্ন উঠছে। আর সেইজন্য অনেকেই তাঁকে লালবলের ক্রিকেটে ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। তবে, বোর্ড শীর্ষস্থানীয় কর্তারা এখনও গম্ভীরের ওপরেই আস্থা রাখতে চান। জানা গিয়েছে, গম্ভীরের পরিবর্ত হিসেবে আপাতত আর তেমন কোনও বিকল্প বিসিসিআইয়ের হাতে নেই। যারফলে, হয়তো কিছুটা বাধ্য হয়েই গম্ভীরের উপর ২০২৭ পর্যন্ত আস্থা রাখতে চলেছে বোর্ড।

Advertisement

Advertisement