হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব

রবিবার  কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা টুইটারে জানান তার বন্ধু এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতান শর্মা।

Written by Arnab Biswas Delhi | October 26, 2020 4:40 pm

কপিল দেব (Photo: IANS) কপিল দেব এবং ডাক্তার অতুল মাথুর (ছবি-টুইটার@@chetans1987)

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। বৃহস্পতিবার রাতে বুকে ব্যথা নিয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি হন “হরিয়ানা হ্যারিকেন”।

সেদিন রাতেই নানান শারীরিক পরীক্ষা এবং পর্যবেক্ষণের পরে হাসপাতালের পক্ষ থেকে এটা জানানো হয় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং ডাক্তার অতুল মাথুর ও তাঁর দলের তত্ত্বাবধানে আপত্কালীন ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় কপিলের।

রবিবার কিংবদন্তী ক্রিকেটারের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা টুইটারে জানান তার বন্ধু এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতান শর্মা।

কপিলের অসুস্থত হওয়ার কথা সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পর ভারতের সমগ্র ক্রীড়ামহল।সোশ্যাল মিডিয়াতে বিশ্বসেরা প্রাক্তন ভারতীয় অল রাউন্ডারের দ্রুত সুস্থতা কামনায় ব্রত হন ভক্তকুল থেকে  সচিন, কোহলি, গম্ভীরদের মতো তারকারাও। হাসপাতাল থেকে কপিলের ছাড়া পাওয়ার খবর পাওয়ার পর চিন্তামুক্ত কপিল অনুরাগীরা।