আইপিএলে ইতিহাসে ট্রফি জয় করার ক্ষেত্রে নজির সৃষ্টি করা তথা গতবারের চ্যাম্পিয়ান দল ১৪ তম আইপিএলের মিনি নিলামের আগে ছেটে ফেলল সাত ক্রিকেটারকে। এই তালিকায় সবথেকে বড় নাম হল লাসিথ মালিঙ্গা।
তবে করোনার জন্য মালিঙ্গা গতবার দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত আইপিএলের আসরে খেলা থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন। মালিঙ্গার পাশাপাশি ছেটে ফেলা হল কিউইয়ি পেসার ম্যাকক্লিনগান, অজি দুই পেসার ন্যাথান কাউন্টার নিল ও জেমস প্যাটিনসনকেও।
Advertisement
এছাড়া বাকি তিন ক্রিকেটার হল র্যাশফোর্ড, প্রিন্স বলবন্ত রাই ও দিকবিজয় দেশমুখকে। মুম্বই দলে যারা রয়েছেন রােহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্য কুমার যাদব, ইশান কিয়ান, ক্রিস লিন, আনমােলপ্রীত সিং, সৌরভ তেওয়ারি, আদিত্য তারে , কাইরন পােলার্ড, হার্দিক পান্ডিয়া, কুণাল পাণ্ডিয়া , অনুকুল রয়, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বােল্ট, রাহল চাহার, জয়ন্ত যাদব, ধবল কুলকানি ও মহিসান খান।
Advertisement
Advertisement



