আইপিএলে অষ্টম সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি

Written by SNS April 8, 2024 2:04 pm

জয়পুর— আইপিএলে অষ্টম সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি৷ শনিবার সোওয়াই মান সিং স্টেডিয়ামে তাঁর ১০০ রান এল ৬৭ বল খেলে৷ দেখালেন এখনও কোহলি ব্যাট হাতে কতটা মারাত্মক হয়ে উঠতে পারে৷ এই মরশুমে কোহলির ব্যাট থেকে বড় রান আসছে৷ সবচেয়ে বেশি রান করার দৌডে় এখন তিনি রয়েছেন সকলের উপরে৷ শনিবার খেলতে নামার আগে তাঁর রান এই মরশুমে ছিল ২০৩৷ পাঞ্জাবের বিরুদ্ধে করেছিলেন ৭৭ রান৷ কেকেআরের সঙ্গে খেলায় তাঁর ব্যাট থেকে এসেছিল ৮৩৷ শনিবার করে গেলেন ১১৩৷ ৭২ বল খেলে ১২টা বাউন্ডারি মারলেন৷ ছক্কা এল তাঁর ব্যাট থেকে চারটে৷ থেকে গেলেন অপরাজিত৷ সবচেয়ে বড় কথা, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করে ফেললেন তিনি৷ এতদিন সেই রেকর্ড ছিল শিখর ধাওয়ানের (৬৭৯ রান)৷ তারপর ছিল এবি ডিভিলিয়ার্স (৬৫২), কেএল রাহুল (৬৩৭)-এর স্কোর৷ শনিবার দরকার ছিল মাত্র ৬২ রান৷ এই ম্যাচ খেলতে নামার আগে রাজস্থানের বিরুদ্ধে তাঁর রান ছিল ৬১৮৷ তাহলেই তিনি সকলকে টপকে চলে আসতেন সকলের উপরে৷ আরও একটা মাইলস্টোনের সাক্ষী থাকলেন কোহলি৷ পৌছে গেলেন দ্রুততম ক্রিকেটে ৮০০০ রানের ঘরে৷ টি-২০ ক্রিকেটের ইতিহাসে এখনও অব্দি কেউ ৮০০০ রানের ঘরের কাছাকাছি নেই৷ কিন্ত্ত কোহলি সেই জায়গায় চলে গিয়ে বুঝিয়ে দিলেন, কেন তাঁকে বিশ্বের সেরা ক্রিকেটারের তকমা দেওয়া হয়৷ টি-২০ ক্রিকেটে তাঁর স্কোর গিয়ে দাঁড়াল ৮০০৩ রান৷ রাজস্থানের বিপক্ষে খেলতে নামার আগে তাঁর রান ছিল ৭৮৯০৷ শনিবার ১১৩ রানে অপরাজিত থেকে চলে গেলেন সব হিসেবের বাইরে৷ তবে আইপিএলে তাঁর রান হল ২৪১ ম্যাচে ৭৫৭৯৷ চ্যাম্পিয়ন্স লিগে তাঁর রান রয়েছে ৪২৪৷ ২০০৮ সালে তাঁর বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে অভিষেক ঘটে৷ কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন৷ তবে আগেই একটা দলের হয়ে খেলতে নেমে সাডে় সাত হাজার রান করে গডে় ছিলেন অনন্য একটা রেকর্ড৷ যা বিশ্ব ক্রিকেটে কোনও ক্রিকেটারকে দেখা যায়নি একটা দলের হয়ে খেলতে নেমে সাডে় সাত হাজার রান করেছেন৷ শনিবার সব হিসেবের বাইরে চলে গেলেন তিনি৷ তাঁর সৌজন্যে বেঙ্গালুরুর রান ওঠে ৩ উইকেটে ১৮৩৷ ফ্যাফ ডু প্লেসিস (৩৩ বল খেলে ৪৪ রান করেন) ও কোহলি ওপেনিং জুটিতে এই মরশুমে সবচেয়ে বেশি রান করে গেলেন৷ তবু সকলে আশা করেছিলেন বেঙ্গালুরু ২০০ রানের ঘরে চলে যাবে৷ আসলে কোহলিকে সঙ্গ দিতে দলের কেউ পারল না৷ ম্যাক্সওয়েল (১), সৌরভ চৌহান (৯)-কেউই পারলেন না দাঁডি়য়ে থেকে কোহলিকে সাপোর্ট দিতে৷ জয়পুরের মাঠে কি পারবে না রাজস্থান ১৮৪ রান করতে৷ যদি করে দেয় তাহলে কোহলির যাবতীয় কৃতিত্বের তেমন মজা থাকবে না৷