ইসিবি’র ক্ষতি ১৬৬ কোটি টাকারও বেশি

করােনা অতিমারির কালে বিপুল ক্ষতি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বাের্ডের।রিপাের্ট অনুযায়ী ২০২০ সালে প্রায় ১৬৬ কোটি ৭০ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে ।

Written by SNS London | May 14, 2021 6:42 pm

ইংল্যান্ড দল (Photo: Twitter@ICC)

করােনা অতিমারির কালে বিপুল ক্ষতি হল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বাের্ডের। রিপাের্ট অনুযায়ী ২০২০ সালে প্রায় ১৬৬ কোটি ৭০ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে তাদের।

করােনার কারণেই এমন ক্ষতি বলে জানিয়েছেন তারা। জৈব সুরক্ষা লয় তৈরির খরচ তাে রয়েছেই। সঙ্গে ইংল্যান্ড বাের্ড ‘দ্য হান্ড্রেড’ নামক একটি নতুন ক্রিকেট লিগ তৈরির পিছন প্রচুর টাকা বিনােয়গ করেছিল।

সেই লিগ স্থগিত করে দেওয়ার হয় করােনার জন্য। এর ফলেই ইংল্যান্ড ক্রিকেট বাের্ড এতাে ক্ষতির মুখে পড়েছে। ইংল্যান্ডের সব ধরনের খেলা মিলিয়ে এই ক্ষতি ১০৩৫ কোটির বেশি। গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজগুলাে আয়ােজন করতে না পারলে অবস্থা।

আরও খারাপ হতে পারত। বেশ কিছু বিনিয়ােগের পরিকল্পনা থাকলেও, আপাতত তা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের বাের্ড। এই গ্রীষ্মে ইংল্যান্ডের খেলােয়াড়রা নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা।

পাকিস্তান এবং ভারতের সঙ্গে খেলবে। এছাড়া ইংল্যান্ডের মেয়েরা খেলবে ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে।