• facebook
  • twitter
Thursday, 1 January, 2026

শীর্ষে থাকা নীতা এফসির বিরুদ্ধে সতর্ক ইস্টবেঙ্গল

কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নীতা এফসি

শুত্রুবার আইডাব্লুএলের তৃতীয় ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নীতা এফসি। শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও ওড়িশার দলটির বিরুদ্ধে নামার আগে তাই কিছুটা সতর্ক লাল-হলুদ কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। ম্যাচের আগেরদিন প্রতিপক্ষ সমন্ধে বলতে গিয়ে তিনি জানান, নীতা এফসি অন্যতম শক্তিশালী দল। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে তারা।

তবে, বাকি ম্যাচগুলির মতো এই ম্যাচ থেকেও তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই খেলোয়াড়রা মাঠে নামবেন বলেও জানাতে ভুললেন না লাল-হলুদ কোচ। যদিও, এজন্য খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ দিতে একেবারেই রাজি নন তিনি। অ্যান্থনির স্পষ্ট বক্তব্য, এর পরেও আরও তিনটি ম্যাচ খেলবে তাঁর দল। অন্যদিকে, নীতা এফসিকেও এই পর্বে আরও দুটি ম্যাচ খেলতে হবে।

Advertisement

তাই, প্রথমপর্ব শেষ হওয়ার আগে পয়েন্ট তালিকায় অনেক ওঠাপড়া হবে বলেই লাল-হলুদ কোচের বিশ্বাস। ফলে, ম্যাচটি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হলেও বিশেষ পরিকল্পনা অনুযায়ী খেলতে চাইছেন তিনি। কারণ, এখনও অবধি ১৩ গোল করলেও মাত্র দু’টি গোল হজম করেছে নীতা এফসি। তাই, ওড়িশার এই দলটির বিরুদ্ধে ম্যাচটা খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন অ্যান্থনি।

Advertisement

আর সেজন্য ম্যাচের শুরুতে গোল তুলে নিয়ে নিজেদের রক্ষণের দরজা বন্ধ করে দিতে চান তিনি। প্রায় একই কথা শোনা গেল দলের ডিফেন্ডার সুস্মিতা লেপচার মুখেও। তিনি বলেন, নীতা যথেষ্ট ভালো দল। তাদের হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই। একইসঙ্গে এই ম্যাচ থেকেও তিন পয়েন্ট পাওয়ার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী লাল-হলুদের এই অভিজ্ঞ ডিফেন্ডার। এদিকে, প্রতিপক্ষ নিয়ে বিশেষ না ভেবে আপাতত নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে নতুন বছরের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়াই ইস্টবেঙ্গল কোচের প্রধান লক্ষ্য।

Advertisement