• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

অলিম্পিকে বিদেশি সমর্থকদের নিয়ে সংশয়

টোকিও অলিম্পিকের আসর বসতে চলেছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হয়তাে অলিম্পিকের আসরে বিদেশি সমর্থকদের প্রবেশের ছাড়পত্র নাও মিলতে পারে।

টোকিও অলিম্পিক ২০২০ লোগো (File Photo: IANS)

করােনা দাপট এখনও পুরােপুরি কমে যায়নি। তাই চিন্তায় রয়েছেন প্রত্যেকেই। এরই মাঝে টোকিও অলিম্পিকের আসর বসতে চলেছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হয়তাে অলিম্পিকের আসরে বিদেশি সমর্থকদের প্রবেশের ছাড়পত্র নাও মিলতে পারে।

জাপান সরকারের পক্ষ থেকে জানানাে হয়েছে, এই করােনার জন্য জাপানের অধিকাংশ মানুষই অলিম্পিকের আসর বসায় খুশি নন। তাই এ দিকটা আমাদের মাথায় রাখতে হবে। সে কারণেই আমরা আলােচনা করছি যাতে সংক্রমণ না বাড়ে।

Advertisement

এবং বিদেশি সমর্থকদের খেলা দেখতে না আসতে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের মতামত নিয়ে কথাবার্তা চালানাে হচ্ছে। তবে এখনও পুরােপুরি পাকাপাকি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement

Advertisement