ভুল স্বীকার করলেও জরিমানায় ছাড় পেলেন না বিরাট কোহলি

Written by SNS April 23, 2024 1:34 pm

নিজস্ব প্রতিনিধি— বিরাট কোহলি নিজেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ভুল স্বীকার করে নিয়েছেন৷ কিন্ত্ত তাতেও তাঁর ছাড় হল না জরিমানা থেকে৷ রবিবার ইডেন উদ্যানে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি৷ নিজের ১৮ রানের মাথায় তিনি আউট হন৷ তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা৷ তাঁর প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট কোহলি৷ বল সোজা ব্যাটে এসে লাগে৷ আর এই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বোলার হর্ষিত নিজেই৷ কিন্ত্ত বিরাট উইকেট ছেড়ে আসেননি৷ তখন ভিআরএস নেওয়ার আগেই বিরাট কোহলি দাবি করেন, বলটি নো বল ছিল৷ তখন রিভিউ নেওয়ার ইঙ্গিত দেন আম্পায়ার৷

যদিও মাঠের আম্পায়াররা প্রথমে রিভিউ দিতে চাননি৷ নো বল কিনা, তা নিশ্চিত করার জন্য রিভিউ নেওয়া হয়৷ তৃতীয় আম্পায়ার তাঁকে বিরাটের কোমরের কাছেই বলটি ছিল, ফলে নো বল দেননি তিনি৷ মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে৷ তাতেই বিরাট কোহলি রেগে যান৷ তারপরেই বিরাট ছুটে এসে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন৷ বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারের দিকে ছুটে আসতে দেখা যায় তাঁকে৷ কিছুতেই তিনি মেনে নিতে চাইছিলেন না৷ তবে তিনি আউট৷ মাঠের আম্পায়ারের সঙ্গে বার বার উচ্চ গলায় তর্ক করতে থাকেন৷ বেশ কিছুক্ষণ ক্ষোভ প্রকাশ করে মাঠ ছাড়েন তিনি৷ এমনকি ডাগ আউটে গিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করে জলের বোতল ছুঁড়ে ফেলে দেন৷ এমনকি নোংরা ডাস্টবিনে লাথি মারেন৷ কোহলির এই আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়৷

আচরণবিধি লংঘনের জন্য বিরাট কোহলি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা হয়৷ ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, আইপিএলে আচরণবিধি ২.৮ ধারায় বিরাট কোহলি অভিযুক্ত হয়েছেন৷ তিনি লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন৷ খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অমিত শর্মা শুনানির জন্য তাঁকে ডেকে পাঠান৷ বিরাট কোহলি প্রথমে নিজের দোষ স্বীকার করতে চাননি৷ তবে দুঃখ প্রকাশ করেন৷ বিরাট দুঃখ প্রকাশ করেও ছাড় পাননি৷ ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোহলিকে জরিমানা করে বুঝিয়ে দিল, নিয়মের বাইরে কেউই ছাড় পাবেন না৷ সে যতবড় খেলোয়াড়ই হোক না কেন৷