• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তৈরি লা লিগার ক্রীড়াসূচি

নতুন মরশুমের লা লিগা শুরু হতে চলেছে আগস্ট থেকে। লা লিগার প্রথম দিনই মাঠে নামতে চলেছে রিয়েল মাদ্রিদ, বার্সিলােনা, গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

প্রতিকি ছবি (File Photo: iStock)

২০২১-২২ সালের লা লিগার ক্রীড়াসূচি ঘােষিত হল। নতুন মরশুমের লা লিগা শুরু হতে চলেছে আগস্ট থেকে। লা লিগার প্রথম দিনই মাঠে নামতে চলেছে রিয়েল মাদ্রিদ, বার্সিলােনা, গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

বার্সিলােনা প্রথম ম্যাচ খেলতে নামবে রিয়েল সােসিয়েভারে বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে। তবে মাঠ সংস্কারের কাজ চলার দরুণ রিয়েল মাদ্রিদকে প্রথম তিনটি ম্যাচই অ্যাওয়ে খেলতে হবে। রিয়েল মাদ্রিদ প্রথম ম্যাচ খেলতে নামবে আলভেসের বিরুদ্ধে।

Advertisement

বার্সিলােনা বনাম রিয়েল মাদ্রিদ এই চিরপ্রতিদ্বন্দ্বি দল প্রথম মুখােমুখি হবে ২৫ অক্টোবর। লা লিগা শুরু হওয়ার প্রায় দু’মাস পর। ফিরতি ম্যাচ আগামি বছর ২০ মার্চ। গতবারের চ্যাম্পিয়ন আটিলেটিকো মাদ্রিদ এবারের লা লিগার যাত্রা শুরু করবে সেল্টা ভিগাের বিরুদ্ধে।

Advertisement

উদ্বেগ বাড়িয়েছে এখন মেসির চুক্তি। বুধবার চুক্তি হওয়ার কথা থাকলেও, অসুবিধা থাকার জন্য চুক্তি বাতিল হয়ে যায়। এখন আদৌ বার্সার জার্সি গায়ে। মেসিকে দেখতে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement