৮ হাজার কোটির এক্সপ্রেসওয়ে ধসে পড়ল তৈরির ৫ দিনেই

আয়ু শেষ বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের।উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের পাঁচ দিনও কাটল না।হাই ফাই সেই এক্সপ্রেসওয়ের একাংশে ধস নেমে দুর্ঘটনা ঘটল।

Written by SNS Lucknow | July 22, 2022 4:26 pm

Bundelkhand Expressway.

মাত্র ৫ দিনেই আয়ু শেষ বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের পাঁচ দিনও কাটল না।

হাই ফাই সেই এক্সপ্রেসওয়ের একাংশে ধস নেমে দুর্ঘটনা ঘটল। গত ১৬ জুলাই উদ্বোধন হয় এই রাস্তার। খুলে দেওয়া হয় মানুষের জন্য।

উত্তরপ্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে হিসেবে ২৯৬ কিলোমিটার দীর্ঘ বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের এই প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকার বাজেট ধরা হয়েছে।

চার লেনের এই এক্সপ্রেসওয়ে আরও বাড়িয়ে ছয় লেনের করা হবে। তার আগেই এমন বিপর্যয় ঘটে গেল।

জানা গেছে, ছিড়িয়া সালেমপুরের পাশে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের একাংশে বড়সড় গর্ত তৈরি হয়েছে। তুমুল বৃষ্টিতে এই গর্ত তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। খুব দ্রুত ক্ষত সারানো হবে।