কুককে টপকে দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলার নজির অ্যান্ডারসনের

দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলার নজির গড়লেন জিমি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে তিনি এই নজির গড়লেন।

Written by SNS London | June 11, 2021 9:02 pm

জিমি অ্যান্ডারসন (Photo: IANS)

ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে টপকে দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলার নজির গড়লেন জিমি অ্যান্ডারসন। ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে তিনি এই নজির গড়লেন।

দেশের জার্সি গায়ে টেস্ট ক্রিকেটের আসরে জিমি মােট ১৬২ টি টেস্ট ম্যাচ খেললেন। এর আগে রয়েছেন অ্যালিস্টার কুক ১৬১ টি ম্যাচ খেলেছিলেন। টসে জিতে এদিন ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নামে। তবে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড তিনি দেশের জার্সি গায়ে মােট ১৪৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন।

অ্যান্ডারসনই প্রথম পেস বােলার যিনি টেস্ট ক্রিকেটে ছয়শােটির বেশি উইকেট সংগ্রহ করেছেন। এবং তিনি তার দলীয় সতীর্থ স্টুয়ার্ট ব্রডের থেকে এখনও আটানব্বইটি উইকেটের পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন।

খেলা শুরুর আগে জিমি বলেন, দেশের জার্সি গায়ে এই নজির গড়তে পেরে ভালাে লাগছে। আর এতগুলাে ম্যাচ যে খেলতে পেরেছি তার জন্যও খুব ভালাে লাগছে। এটাই তাে একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে।