রবিবার দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল খেলতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে আগেই মুখোমুখি হয়েছিল এই দুই দল। জয়ী হয়েছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ড দলকেও দুরন্ত ছন্দে দেখা দিয়েছে এই টুর্নামেন্টে। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে যে পিচে ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল, সেই পিচেই ফাইনাল খেলা হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলেছেন ফাইনালে নতুন পিচ ব্যবহার না করে কেন পুরনো পিচে খেলা হবে? তবে এ বিষয়ে এমিরেটস ক্রিকেট বোর্ড বলেছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহৃত প্রতিটা পিচেই দুটো ম্যাচের মাঝে ২ সপ্তাহের বিরতি দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইএলটি-২০ চলছিল, তখনও ভারত-বাংলাদেশ ম্যাচের কথা মনে রেখে ওই পিচে ২ সপ্তাহ খেলা হয়নি। শুধু পিচ নয়, আউটফিল্ডের প্রতিও যথেষ্ট নজর রাখা হয়েছে এবং ম্যাচের জন্য উপযোগী করে তোলা হয়েছে। তাই দুই সপ্তাহের বিরতির কথা মাথায় রেখেই ভারত-পাক ম্যাচের পিচকেই ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে।’
পিচ রিপোর্টে জানা গেছে, দুবাইতে অতিরিক্ত তাপমাত্রার কারণে পিচ শুকনো এবং ধীরগতির হবে যা দুই দলের স্পিনারদের বেশি সুবিধা দিতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভাঙন ধরবে পিচে। তাই স্পিনারদের হাতে খেলার ভাগ্য নির্ধারণ করছে এবং সেক্ষেত্রে চার স্পিনারেই ভরসা রাখতে রাখতে পারেন রোহিত শর্মা। রবিবার দুবাইয়তে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও অতিরিক্ত গরমের কারণে পিচ বড় ভূমিকা নিতে চলেছে।