অস্ট্রেলিয়া সফরে চোট পেয়ে জসপ্রীত বুমরা দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে তাঁর নাম থাকলেও খেলতে পারছেন না। প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা বার বার বলার চেষ্টা করেছেন বুমরা না থাকাটা ভারতীয় দলের কাছে খুবই বেদনাদায়ক। বুমরার জায়গায় মহম্মদ শামিকে পাওয়া গেলেও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনিও গোড়ালিতে চোট পেয়েছেন। ওই ম্যাচে ৯ ওভার বল করলেও কোনও উইকেট পাননি। স্বাভাবিক ভাবেই ভারতীয় শিবিরে একটা চিন্তা বড় করে দেখা দিয়েছে। আগামী ম্যাচে ভারতকে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। দুই দলেরই কাছে এটা নিয়মরক্ষার ম্যাচ। ইতিমধ্যেই ভারত ও নিউজিল্যান্ড শেষ চারে খেলবার ছাড়পত্র পেয়ে গিয়েছে। তাহলে কি শেষ চারে খেলার আগে বুমরাকে ভারতীয় দলে দেখা যেতে পারে? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে ভারতীয় শিবিরে। তবে এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন জসপ্রীত বুমরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই দুবাইয়ে গিয়েছেন বুমরা। আইসিসির পুরুষদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। ফলে স্যর গ্যারফিল্ড সোবার্স পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কার নিতেই দুবাইয়ে গিয়েছেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচের আগে বুমরার হাতে পুরস্কার তুলে দিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। পরে একটি অনুষ্ঠানে নিজের চোট নিয়ে মুখ খুলেছেন বুমরা।
ভারতীয় পেসার জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে কবে আবার মাঠে ফিরবেন তা তিনি নিজেও জানেন না। বুমরা বলেন, “এই চোট নতুন নয়। পিঠের চোটে আগেও ভুগেছি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের পরামর্শ মেনে রিহ্যাব করছি। কবে আবার খেলতে পারব সেটা ওঁরাই ভাল বলতে পারবেন।”
বুমরার কথা থেকে পরিষ্কার, অস্ত্রোপচারের কোনও প্রয়োজন তাঁর নেই। প্রথমে শোনা গিয়েছিল, অস্ত্রোপচার হতে পারে। এত দিনে তা যখন হয়নি, তখন অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা নেই। অস্ত্রোপচার হলে পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় অনেক বেশি লাগে। অস্ত্রোপচার না হওয়ায় অনেক তাড়াতাড়ি সুস্থ হতে পারেন তিনি। তবে তার সময় এখনও জানা যায়নি।
জসপ্রীত বুমরা না থাকায় এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ শামি। মাঠে নেমে তাঁর সঙ্গে দেখা করেছেন বুমরা। দেখা করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি-সহ দলের অন্যদের সঙ্গেও। শামির প্রত্যাবর্তনে খুশি বুমরা। তিনি বলেন, “শামি ভাইকে দেখে খুব ভাল লাগছে। চোটের কারণে অনেক দিন খেলতে পারেনি। কিন্তু ওর দক্ষতা তো আর কোথাও যাচ্ছে না। তাই ফিরে আগের ছন্দেই বল করছে। আশা করছি, আগামী দিনেও একই ভাবে শামি ভাই খেলবে।”
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৭১টি উইকেট নিয়েছেন বুমরা। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতেই ৩২টি উইকেট নিয়েছেন তিনি। চোট সারিয়ে আবার আগের ফর্মে ফিরতে বদ্ধ পরিকর ভারতের নির্ভরযোগ্য দ্রুতগামী বোলার জসপ্রীত বুমরা। এখন শুধু সময়ের অপেক্ষা।