• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইআইএম আহমেদাবাদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস এবার দুবাইয়ে

অধ্যাপনায় যুক্ত থাকবেন শিল্প জগতের বিশেষজ্ঞরাও। ফলে বাস্তব দুনিয়ার সঙ্গে পড়াশোনার সরাসরি সম্পর্ক গড়ে তোলা যাবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

ভারতের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। এবার দুবাইয়ে চালু করা হয়েছে আইআইএম আহমেদাবাদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস। দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম নিজে এই ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দু’দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে শুল্কমুক্ত শিক্ষা ও জ্ঞানবিনিময়ের নতুন দরজা খুলল ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে।

সম্প্রতি এই আন্তর্জাতিক ক্যাম্পাস উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, ‘ভারতের যে শিক্ষা-আদর্শ দেশ-দেশান্তরে ছড়িয়ে দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। দুবাই ক্যাম্পাস সেই স্বপ্নকে বাস্তব রূপ দেবে। ভারতের শিক্ষার আধুনিক দৃষ্টিভঙ্গিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার অন্যতম মাধ্যম হবে এই কেন্দ্র।’ তাঁর কথায়, ‘বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেই আমাদের এগিয়ে চলা।’

Advertisement

জানা গিয়েছে, দুবাই আন্তর্জাতিক অ্যাকাডেমিক সিটিতে চালু হওয়া এই ক্যাম্পাসে প্রথম পর্যায়ে এক বছরের পূর্ণসময়ের ব্যবস্থাপনা শিক্ষা শুরু হবে। অধ্যাপনায় যুক্ত থাকবেন শিল্প জগতের বিশেষজ্ঞরাও। ফলে বাস্তব দুনিয়ার সঙ্গে পড়াশোনার সরাসরি সম্পর্ক গড়ে তোলা যাবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

Advertisement

শেখ হামদান বলেন, দুবাই এখন প্রতিভা, উদ্ভাবন ও উদ্যোগের কেন্দ্র হতে চলেছে। তাঁর কথায়, ‘ভারতের মতো ঐতিহ্যবাহী শিক্ষা-ব্যবস্থার অংশীদার হতে পারা সৌভাগ্যের বিষয়। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই শিক্ষা সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

আইআইএম প্রশাসনের মতে, ভারতীয় মেধা ও নৈতিক নেতৃত্বের আদর্শকে আরও সুসংহত করে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দক্ষ পেশাদারিত্ব তৈরি করাই এই নতুন ক্যাম্পাসের লক্ষ্য। শিল্প ও শিক্ষা-পরিকল্পনার মধ্যে সেতুবন্ধন তৈরিতে এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলেই আশাবাদী তাঁরা।

দু’দেশের প্রতিনিধিদের একাংশের মতে, এই পদক্ষেপ শুধু ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক মানের করে তুলবে না, সেই সঙ্গে ভারত ও আরবের কৌশলগত অংশীদারিত্বকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Advertisement