ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ শতরানকারী ব্রুস টেলর প্রয়াত

ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ব্রুস টেলর প্রয়াত। ১৯৬৫ সালে ইডেন উদ্যানে খেলতে নেমে শুধু শতরান করেছেন তাই নয় পাঁচটিও উইকেট নেন।

Written by SNS Wellington | February 8, 2021 4:24 pm

ব্রুস টেলর (Photo: SNS)

ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ব্রুস টেলর প্রয়াত। ১৯৬৫ সালে ইডেন উদ্যানে তিনি প্রথম খেলতে নেমে শুধু শতরান করেছেন তাই নয় বল করে পাঁচটি উইকেট নেন। বয়স হয়েছিল ৭৭ বছর। কলকাতা ইডেন উদ্যানে তিনি আট নম্বরে খেলতে এসে শতরান করার কৃতিত্ব দেখান।

তিনি কিন্তু প্রথম শ্রেণি ক্রিকেট কোনও শতরান করেননি। কলকাতার ইডেনে তিনি ১৪ টি বাউন্ডারি মারেন, তেমনি তিনটি ছক্কা উপহার দিয়েছেন। তিনি ১০৫ রান করার পরে বল করতে এসে ৮৬ রান দিয়ে ভারতের পাঁচজন খেলােয়াড়কে প্যাভেলিয়নে পাঠান। ওই ম্যাচে তিনি সেরা ক্রিকেটার হন ।

ব্রুস টেলার ১৯৬৫ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মােট তিরিশটি ম্যাচ খেলেছেন। তার মধ্যে দুটি শতরান ও দুটি অর্ধশতরান করেন। মােট রান করেন ৮৯৮। আর পেয়েছেন ১১১ টি উইকেট। খেলেছেন দুটি একদিনের ম্যাচ।