ব্রাজিল ফুটবলের প্রথম বিদেশি কোচ আন্সেলোত্তি রবিবার রাতে প্রাইভেট জেটে রিও দে জেনেইরো বিমানবন্দরে নামেন। যিনি তাঁকে ব্রাজিল ফুটবল টিমের কোচ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সেই প্রেসিডেন্ট এদনাল্দো রদ্রিগেসকেই সরে যেতে হলো কার্লো আন্সেলোত্তি ব্রাজিলে পা রাখার কয়েক ঘণ্টা আগে।
কয়েক জন কর্তা হাজির ছিলেন বিমানবন্দরে। যাঁর মধ্যে এক জনের গায়ে ছিল ব্রাজিলের হলুদ জার্সি। ৬৫ বছরের ইতালীয় চাণক্যকে বিমানবন্দরেই পরিয়ে দেওয়া হয় ব্রাজিল ফুটবল টিমের একটি টুপি। তার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হোটেলে।
বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে অবশ্য দেশের নতুন ফুটবল কোচকে স্বাগত জানাতে হাজির ছিলেন অনেক ফুটবল ভক্তই। আতসবাজি পুড়িয়ে, ব্রাজিলের জাতীয় পতাকা তুলে গাড়ির মধ্যে থাকা আন্সেলোত্তির দৃষ্টি আকর্ষণ করা হয়।
পরের বছর বিশ্বকাপ। তার জন্যই মাত্র এক বছরের চুক্তিতে বিশ্বের অন্যতম সফল কোচকে দায়িত্বে এনেছে ব্রাজিল। ১০ দিনের মধ্যেই আন্সেলোত্তিকে অগ্নিপরীক্ষায় নামতে হবে।
ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বে জুন মাসের প্রথমেই ব্রাজিল খেলবে ইকুয়েদর ও প্যারাগুয়ের বিরুদ্ধে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালে শেষ বার বিশ্বসেরা হয়েছিল।
ব্রাজিল ফুটবলে পালাবদল ঘটল রিও কোর্টের নির্দেশে। এদনাল্দোকে প্রেসিডেন্ট পদ থেকে সরতে হলো ফেডারেশনের নির্বাচন নিয়ে নিয়মভঙ্গ করায়। তাঁর বদলে রবিবার ভোটাভুটিতে জিতে প্রেসিডেন্ট হলেন সামীর এক্সসাদ। তিনি বলেছেন, ‘নতুন কোচকে নিয়ে ব্রাজিল ফুটবল নতুন অধ্যায় শুরু করতে চলেছে।’