• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিরাটবার্তা: এখান থেকেই এগিয়ে যাওয়ার শুরু

ওদের নিয়ে আমি প্রচণ্ড খুশি। বিশেষত জিঙ্কস, যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অসাধারণ এই জয়কে সম্ভব করে তুলেছে। এখান থেকে আমাদের এগিয়ে যাওয়ার শুরু হল।

রবি শাস্ত্রী ও বিরাট কোহলি (Photo: Bidesh Manna/IANS)

পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্ট খেলার পর দেশে ফিরে এসেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে যখন বিরাট কোহলি ক্যাঙারুদের দেশ ছেড়েছিলেন তখন ভারতীয় দল লজ্জাজনক হারের মধ্যে দিয়ে নিজেদের দিন কাটাচ্ছিল।

৩৬ র লজ্জা তারা পুরােপুরি মন থেকে কাটিয়ে উঠতে পারেনি। সেখান থেকে মেলবাের্নে একটা দারুণ কামব্যাক দেখে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টুইট করেন মঙ্গলবার। এবং দলের ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

Advertisement

তিনি টুইটে লেখেন, সমালােচকদের মুখের ওপর জবাব দিয়েছে অজিঙ্কা রাহানেরা। কি অসাধারণ জয় এটা। গােটা দলই দুর্দান্তভাবে লড়াই করে জিতেছে। ওদের নিয়ে আমি প্রচণ্ড খুশি। বিশেষত জিঙ্কস, যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অসাধারণ এই জয়কে সম্ভব করে তুলেছে। এখান থেকে আমাদের এগিয়ে যাওয়ার শুরু হল।

Advertisement

Advertisement