আগামী ২২ জানুয়ারি থেকে কল্যাণীতে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি ক্রিকেটের এলিট ম্যাচ। বাংলা প্রথম ম্যাচেই খেলবে সার্ভিসেসের বিরুদ্ধে। বাংলা দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ। দলের হয়ে সুদীপ চ্যাটার্জি, সুদীপকুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, শুভম চ্যাটার্জি, চন্দ্রহাস দাস, সাকিল হাবিব গান্ধী (উইকেটরক্ষক), সুমিত নাগ (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, রাহুল প্রসাদ, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সুরজসিন্ধু জয়সওয়াল, বিকাশ সিং, শুভম সরকার, সৌম্যদীপ মণ্ডল ও সুমিত মহান্ত অংশগ্রহণ করবেন।
এদিকে সিএবি পরিচালিত প্রথম ডিভিশন গ্রুপ ‘এ’-র খেলায় মোহনবাগান ও বড়িশা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল। মোহনবাগান প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ২০৭ রান করেছিল। বিবেক সিং ৫৬ রান করেন। তার জবাবে মাত্র ৯৬ রান করেই বড়িশা স্পোর্টিং ইনিংস শেষ করে। প্রদীপ্ত প্রামাণিক ও দীপক কুমার তিনটি করে উইকেট পান। আর দ্বিতীয় ইনিংসে মোহনবাগান ব্যাট করতে নেমে শনিবার দিনের শেষে তিন উইকেটে ১৮০ রান করেছে।
Advertisement
অভিষেক রমণ ৯৫ রানে আউট হয়ে যান। মোহনবাগান ২৯১ রানে লিড নিয়েছে। গ্রুপ ‘বি’র খেলায় ইউনাইটেড ক্লাব ৮ উইকেটে জিতেছে বালিগঞ্জ ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে। বালিগঞ্জ ইউনাইটেড প্রথম ইনিংসে ১৯১ রান করে। তার জবাবে ইউনাইটেড ক্লাব ২ উইকেটে ১৯৫ রান করে জয় পেয়ে যায়। অন্য খেলায় আনন্দবাজার ও ডালহৌসি অ্যাথলেটিকস ক্লাব লড়াই করে। আনন্দবাজার প্রথম ইনিংসে ১৬৪ রান করে। তার জবাবে ডালহৌসি ৩ উইকেটে ১৬ রান করেছে। ডালহৌসি ক্লাবকে জিততে গেলে এখনও ১৫০ রান করতে হবে।
Advertisement
Advertisement



