• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উত্তরপ্রদেশকে গোলের মালা পরিয়ে দিল বাংলা

খেলার দ্বিতীয় পর্বে কোচ সঞ্জয় সেন দুটি পরিবর্তন আনেন। সুপ্রদীপ হাজরা ও ইশরাফিলের জায়গায় মাঠে নামান বাসুদেব মাণ্ডি ও অরিত্র ঘোষকে। অরিত্র রবি হাঁসদার সঙ্গে জুটি বেঁধে নিজেদের মধ্যে বল আদান প্রদান করে উত্তরপ্রদেশের রক্ষণভাগকে বিব্রত করে দেন।

বাংলা ও উত্তরপ্রদেশের খেলার একটি বিশেষ মুহূর্ত। নিজস্ব চিত্র

সন্তোষ ট্রফি ফুটবলে গ্রুপ পর্যায়ের খেলায় বাংলার আধিপত্য বড় করে দেখা দিয়েছে। সোমবার কল্যাণীতে বাংলা শুধু বড় জয় তুলে নিল না, জানান দিয়ে গেল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ রাখতে চলেছে। বাংলা ৭-০ গোলের মালা পড়িয়ে দিল উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশ অনেকটাই কলকাতা ফুটবল লিগে তৃতীয় ডিভিশনের দলের মতো ফুটবল খেলল। বাংলার রবি হাঁসদা ও মনোতোষ মাঝি হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন। কোনও সময়ের জন্যে তাদের আক্রমণ চোখে পড়ল না। খেলার ১৬ মিনিটের মধ্যেই বাংলা ৩-০ গোলে এগিয়ে যায়। বাংলার হয়ে প্রথম গোলটি করেন দুরন্ত শর্টে রবি হাঁসদা। কোচ সঞ্জয় সেন দুই প্রান্তের খেলোয়াড়দের জায়গা বদল করে খেলবার পরামর্শ দেন। তাই ইশরাফিল দেওয়ান, বিক্রম প্রধান ও রবি হাঁসদার ত্রিফলা আক্রমণে উত্তরপ্রদেশের রক্ষণভাগ একেবারেই এলোমেলো হয়ে যায়। খেলার প্রথমার্ধেই বাংলা ৫-০ গোলে এগিয়ে যায়। মনোতোষ মাঝি প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন।

খেলার দ্বিতীয় পর্বে কোচ সঞ্জয় সেন দুটি পরিবর্তন আনেন। সুপ্রদীপ হাজরা ও ইশরাফিলের জায়গায় মাঠে নামান বাসুদেব মাণ্ডি ও অরিত্র ঘোষকে। অরিত্র রবি হাঁসদার সঙ্গে জুটি বেঁধে নিজেদের মধ্যে বল আদান প্রদান করে উত্তরপ্রদেশের রক্ষণভাগকে বিব্রত করে দেন। এর পরেই রবি হাঁসার পা থেকে আর একটি গোল আসে। বাংলা দল ৬-০ গোলে এগিয়ে যায়। তারপরেই রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের দেখে নেবার জন্য আরও দুটি পরিবর্তন আনেন কোচ। গোলরক্ষক আদিত্য পাত্রের জায়গায় সৌরভ সামন্তকে আনা হয়। আর মদন মাণ্ডির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে আসেন জুয়েল আহমেদ। সেই সঙ্গে রবি হাঁসদার হ্যাটট্রিকও হয়ে যায়। খেলার শেষের দিকে বাংলা আরও একটি গোল পেয়ে যায়। এবারেরও গোল দাতা রবি হাঁসদা। পর পর দুটি ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবলে শীর্ষে রয়েছে বাংলা। বাংলা পরের ম্যাচে খেলবে বুধবার বিহারের বিরুদ্ধে।

Advertisement

Advertisement

Advertisement