রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ইডেন উদ্যানে উত্তরাখণ্ডকে হারিয়ে বাংলা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। শনিবার দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমে দিনের শেষে বাংলা ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে। তবে, এদিন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ রান পেলেন না। এমনকি ভরসা জোগাতে পারেননি বাংলার হয়ে মাঠে নেমে সুদীপ চট্টোপাধ্যায় ও শাহবাজ আহমেদরা। দীর্ঘদিন বাদে চোট সারিয়ে আবার মাঠে নামলেন শাহবাজ। সুদীপ ঘড়ামি, অভিষেক পোড়েল ও সুমন্ত গুপ্তরা কিছু রান করে বাংলার স্কোরবোর্ডকে ভদ্রস্থ জায়গায় নিয়ে আসেন। প্রথমে ব্যাট করতে নেমে সুদীপ চট্টোপাধ্যায় মাত্র ৩ রান করে আউট হয়ে যান।
এরপর অবশ্য সুদীপ ঘড়ামি ও অভিমন্যু জুটি বেঁধে বড় রানের অঙ্কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেন অভিমন্যু। তিনি ৬১ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। বাংলার স্কোরবোর্ডে তখন ৭৫ রান। এরপরেই দ্রুত ফিরে যান অনুষ্টুপ মজুমদার। তাঁর ব্যাট থেকে কোনও রান আসেনি। সুদীপ ঘড়ামি ৫৬ রান করেন। পাশাপাশি অভিষেক পোড়েল ও সুমন্ত গুপ্ত জুটি গুরুত্বপূর্ণ ৮৪ রান করার কৃতিত্ব দেখান। অভিষেক ৫১ রান করেন। এদিন বিশাল ভাটির পরিবর্তে প্রথম একাদশে আনা হয় শাহবাজকে। তাঁর প্রত্যাবর্তনে সেইভাবে বাংলা দলে বিরাট কোনওকিছু খুঁজে পাওয়া যায়নি। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২০ রান।
Advertisement
দিনের শেষে সুমন্ত গুপ্ত ৫৮ রানে অপরাজিত রয়েছেন। তিনি ১০৮ বল খেলে এই রান সংগ্রহ করেন। সুমন্তর সঙ্গে উইকেটে রয়েছেন আকাশ দীপ। তিনি করেছেন ৯ রান। দ্বিতীয় দিনের বাংলার লক্ষ্য থাকবে বড় ইনিংস গড়ার। তবে হাতে রয়েছে মাত্র তিনটি উইকেট। গুজরাতের হয়ে সিদ্ধার্থ দেশাই ৫৫ রানে তিনটি উইকেট পেয়েছেন। আর দু’টি উইকেট পান চিন্তন গাজা। আর একটি করে উইকেট পেয়েছেন প্রিয়জিৎ সিং জাদেজা ও বিশাল জয়সওয়াল।
Advertisement
Advertisement



