• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিসিসিআই ভারতীয় দলের অধিনায়কের নামে চমক আনতে পারে

সর্বশেষ ভারতীয় দল ২০২৪ সালে তিনটি একদিনের ম্যাচ খেলেছিল। আর সেই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন শুভমন গিল। ভারতীয় দল শ্রীলঙ্কার সঙ্গে ওই খেলায় সিরিজ হেরে গিয়েছিল।

ফাইল চিত্র

আগামী মাসেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সেই অর্থে ভারতীয় দলের। অবশ্য দল এখনও ঘোষণা করা হয়নি। তার আগে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে ভারত। শুধু টি-টোয়েন্টি নয়, খেলবে তিনটি একদিনের ম্যাচ। তবে, এই খেলা ভারতীয় দলের নির্বাচকদের কাছ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ক্রিকেটারদের পারফরম্যান্স কীরকম হবে, তা এই খেলা দেখেই বিবেচিত হবে। তিনটি ম্যাচ থেকেই বোঝা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে কারা জায়গা করে নিতে পারবেন। আর তখনই দলের তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সম্বন্ধে বড় একটা আপডেট আসতে পারে। এমনকি অনেকেই মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিসিসিআই বড় একটা ঝটকা দিতে পারে। ইতিমধ্যেই আইসিসি জানিয়ে দিয়েছে, আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলির স্কোয়াডে কারা খেলবে তাদের নাম প্রাথমিকভাবে জানিয়ে দিতে হবে। তখনই স্পষ্ট হয়ে যাবে দলে কোনও পরিবর্তন আসছে কিনা। তবে আরও কিছুদিন সময় থাকবে, দল পরিবর্তন করার ক্ষেত্রে নতুন খেলোয়াড়ের নাম সংযোজন করা।

সর্বশেষ ভারতীয় দল ২০২৪ সালে তিনটি একদিনের ম্যাচ খেলেছিল। আর সেই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন শুভমন গিল। ভারতীয় দল শ্রীলঙ্কার সঙ্গে ওই খেলায় সিরিজ হেরে গিয়েছিল। অবশ্য দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। ওই সময় দলের সহঅধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। কিন্তু নির্বাচকমণ্ডলী ওই চর্চায় কোনও গুরুত্ব দেয়নি। সেই জায়গায় শুভমন গিলকে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে কি অনুমান করা যেতে পারে সহঅধিনায়ক হিসেবে এবারে হার্দিক পাণ্ডিয়ার নামটা এসে যাবে? এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন হার্দিক পাণ্ডিয়া। রোহিত শর্মা ক্রিকেটের এই ফরম্যাট ছেড়ে দিলে হয়তো অধিনায়কের দায়িত্ব হার্দিক পাণ্ডিয়াকেই দেওয়া হতে পারে। আবার ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি এই ফরম্যাট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন। তখন সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক করা হয়েছিল। এই মুহূর্তে ভারতীয় দলে সহঅধিনায়ক হিসেবে যশপ্রীত বুমরার দুরন্ত ভূমিকা পালন করায় হার্দিক পাণ্ডিয়ার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে অস্ট্রেলিয়া সফরে যশপ্রীত বুমরা অধিনায়কের ব্যাটনটা নিয়েছিলেন প্রথম টেস্ট ম্যাচে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে ভারতীয় দলকে জিতিয়েওছিলেন। কিন্তু শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হয়, ওই ম্যাচেও যশপ্রীত বুমরাই অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু ওই টেস্ট ম্যাচে হাতে চোট পাওয়ায় বুমরা শেষের দিকে বল করতে না পারায় ভারতীয় দলের মনোবল ভেঙে চুরমার হয়ে যায়।

Advertisement

Advertisement

Advertisement