সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআর চাইলে মুস্তাফিজুর রহমানের জায়গায় অন্য কোনও খেলোয়াড়কে নেওয়ার অনুমতিও দেওয়া হবে।
দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটনা ঘটছে, তার ভিত্তিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দল থেকে মুক্তি দিতে। কেকেআর যদি বদলি চায়, তাহলে বিসিসিআই সেই অনুমতি দেবে।’ বিসিসিআই সচিব স্পষ্ট করেন, বদলি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে কোনও বাধা থাকবে না।
Advertisement
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসার অভিযোগ ঘিরে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। এই আবহেই কেকেআরের সহ-মালিক শাহরুখ খানের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের তরফে চাপ বাড়ানো হয় মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার জন্য।
Advertisement
উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে মুস্তাফিজুরই সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার, যাঁকে কেকেআর ৯.২০ কোটি টাকায় দলে নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেকেআর জানিয়েছে, তারা বিসিসিআই-এর নির্দেশ মেনে আসন্ন আইপিএল মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে মুক্তি দিচ্ছে। একই সঙ্গে বিসিসিআই সচিব ভারতের নিউজিল্যান্ড সফর সম্পর্কেও আপডেট দিয়েছেন। তিনি জানান, শনিবার বিকেলে নির্বাচক কমিটির বৈঠকের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে।
আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এছাড়াও ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে বলেও জানান দেবজিৎ সাইকিয়া।
Advertisement



