• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে নিচ্ছে বিসিসিআই

আসলে, চিন্নাস্বামী স্টেডিয়ামটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। ফলে, স্থান সংকুলানের অভাব দুর্ঘটনার অন্যতম কারণ বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ফাইল চিত্র

চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের। বিরাটদের বিজয়োৎসবে যোগ দিতে গিয়ে ১১ জন সমর্থক পদপিষ্ট হয়ে প্রাণ হারান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে নিল বোর্ড। সেই কারণে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামকে।

আগামী ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে হবে ভারত ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মধ্যে এক দিনের সিরিজ। তিন ম্যাচের সেই সিরিজটি হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। বর্তমানে তা সরিয়ে রাজকোটে দেওয়া হয়েছে। শুধু এই তিনটি ম্যাচই নয় বেঙ্গালুরু থেকে সরানো হয়েছে দুই দেশের মধ্যে লাল-বলের সিরিজটিও। পরিবর্তিত পরিস্থিতিতে এই দুটি চারদিনের ম্যাচ হবে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। শুধু এই ম্যাচগুলোই নয়, বেঙ্গালুরু থেকে সরে যেতে পারে মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচটিও। আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ সহ একটি সেমিফাইনাল ও ফাইনাল। বিসিসিআইয়ের তরফে এক কর্তা জানান, আপাতত বেশ কিছুমাস কোনও বড় ম্যাচ দেওয়া হবে না চিন্নাস্বামী স্টেডিয়ামে। তিনি আরও বলেন, গত ৩ জুন চিন্নাস্বামীর বাইরে সমর্থকদের যে ভিড় হয়েছিল, তার একটা বড় অংশ জোর করে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করে। সেই ঘটনায় স্টেডিয়ামের অনেক ক্ষতি হয়েছে। দেওয়াল ভেঙে পড়েছে। কোথাও আবার রেলিং ভেঙে গিয়েছে। তা মেরামতির দরকার। পাশাপাশি, ১১ জন সমর্থকের মৃত্যুর পর স্টেডিয়ামে প্রবেশ ও প্রস্থানের পথ আদৌ পরিকল্পনামাফিক ছিল না।এই বিষয়ে সমীক্ষা করছে বোর্ড। সেই কারণে কর্ণাটক ক্রিকেট
সংস্থা এখনই কোনও কিছু বলতে রাজি নয়।

অন্যদিকে, চিন্নাস্বামী স্টেডিয়ামকে শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, এমন দুঃখজনক ঘটনা কোনও সরকারের আমলেই কাঙ্ক্ষিত নয়। প্রয়োজনে চিন্নাস্বামী স্টেডিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া যায় কিনা,, তা নিয়েও ভাবনাচিন্তা করা প্রয়োজন।

আসলে, চিন্নাস্বামী স্টেডিয়ামটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। ফলে, স্থান সংকুলানের অভাব দুর্ঘটনার অন্যতম কারণ বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে বলা যায়, গত কয়েক বছরে ভারতে যে’কটি বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে, তা শহরের বাইরে। মূলত যানজট ও ভিড় এড়াতেই এই পথ বেছে নিয়েছে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থাগুলি। এবার কি সেই একই পথে হাটবে কর্ণাটক ক্রিকেট সংস্থা ? যদিও তার উত্তর
সময়ই দেবে।