• facebook
  • twitter
Wednesday, 7 January, 2026

ইউনূস সরকারের চাপে বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।

ছবি: এএনআই

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সে দেশে আইপিএল সম্প্রচার আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সরকারি ভাবে জানানো হয়েছে, আইপিএলের ম্যাচ সম্প্রচার, আইপিএল সংক্রান্ত বিজ্ঞাপন এবং সমস্ত প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা। কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নেওয়ার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। রাজনৈতিক মহল, একাধিক সংগঠন এবং স্বঘোষিত ধর্মগুরুরা বিষয়টি নিয়ে সরব হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

চাপ বাড়তেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দাবি, কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এটিকে বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষের প্রতি অপমান বলেও উল্লেখ করে।

Advertisement

সোমবার সকালে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, ‘২০২৬ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের মনে গভীর আঘাত দিয়েছে। এই সিদ্ধান্তে দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত। সেই কারণেই পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত সমস্ত সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে রবিবার আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের কাছে আবেদন জানিয়ে ভারতে খেলতে না আসার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়। ক্রীড়া মহলের একাংশের মতে, এই সিদ্ধান্তগুলির নেপথ্যে সরাসরি ইউনূস সরকারের চাপ রয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। সেই আবহেই মুস্তাফিজুর ইস্যু নতুন করে দুই দেশের টানাপড়েন বাড়িয়েছে।

আইপিএলের মতো জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতার সম্প্রচার বন্ধ হওয়ায় বাংলাদেশের সাধারণ দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। অনেকের মত, রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে ক্রীড়াপ্রেমী মানুষকে। আবার সরকারের সমর্থকদের একাংশের দাবি, এই সিদ্ধান্ত দেশের স্বাভিমান রক্ষার জন্য জরুরি।

Advertisement