সিএবি পরিচালিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগে ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছে গেল মোহনবাগানকে হারিয়ে। শনিবার সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তিনদিনের খেলায় ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪০৯ রান করে। তার জবাবে মোহনবাগান ১১৮ ওভারে মাত্র ৩৩২ রান করে সবাই আউট হয়ে যান। ৭৭ রানে ইস্টবেঙ্গল জয় পেল মোহনবাগানের বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের সাত্যকি দত্ত ও সন্দীপন দাস শতরান করেন। সাত্যকি দত্ত ১৩৭ বলে ১০৭ রান করেন। আর সন্দীপন দাস ২৩৬ বলে ১০৮ রান করে নট আউট থাকেন।
মোহনবাগানের শুভঙ্কর বল কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে জয় তুলে দিতে পারেননি। তিনি ১৪৮ রান করেন ৩৩৮ বলে। ইস্টবেঙ্গল ক্লাবের শ্রেয়ান চক্রবর্তী ৪টি ও বিকাশ সিং ২টি উইকেট পেয়েছেন। খেলায় প্লেয়ার অফ দ্য ম্যাচ ইস্টবেঙ্গলের সন্দীপন দাস।
Advertisement
অন্যদিকে সিএবি পরিচালিত উমেন একদিনের ক্রিকেটে ইস্টবেঙ্গল হেরে যায় মোহনবাগানের কাছে কাশীপুর মাঠে। মোহনবাগান প্রথমে খেলতে নেমে ৪৫ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান করে। দীপা দাস ৬৯ বলে ৫৮ রান করেন। ইস্টবেঙ্গলের পরমা মণ্ডল ৩টি উইকেট পেয়েছেন। ইস্টবেঙ্গল খেলতে নেমে ৪৫ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে ৪ রানে হেরে যায়। ইস্টবেঙ্গলের সমাইতা অধিকারী ১০৭ বলে ৭৪ রান করেন। মোহনবাগানের প্রীতি মাহত ৩টি উইকেট দখল করেন।
Advertisement
Advertisement



