• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

করােনায় আক্রান্ত এক পাক ক্রিকেটার

ক্রিকেটারটির পুনরায় করােনা টেস্ট করা হবে। যদি তার করােনা রিপাের্ট নেগেটিভ আসে তাহলে আরাে দু'দিন আইসােলেশন পর্ব কাটিয়ে সে দলের সঙ্গে যােগ দিতে পারবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে করােনার থাবা পাকিস্তান দলে। বুধবার পাকিস্তান ক্রিকেট বাের্ডের তরফ থেকে এমন খবরই জানানাে হয়েছে যে তাদের দলের এক ক্রিকেটারের করােনা পজিটিভ এসেছে।

পয়ত্রিশ জনের করােনা টেস্ট করা হয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে যে দলটি উড়ে যাচ্ছে। সেখানে প্রত্যেকের করােনা রিপাের্ট নেগেটিভ এলেনও, একজনের রিপাের্ট পজিটিভ এসেছে। তবে খেলােয়াড়টির নাম উল্লেখ করা হয়নি পাক ক্রিকেট বাের্ডের পক্ষ থেকে।

Advertisement

বৃহস্পতিবার এই ক্রিকেটারটির পুনরায় করােনা টেস্ট করা হবে। যদি তার করােনা রিপাের্ট নেগেটিভ আসে তাহলে আরাে দু’দিন আইসােলেশন পর্ব কাটিয়ে সে দলের সঙ্গে যােগ দিতে পারবে।

Advertisement

Advertisement