• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ইতালিয়ান ওপেন জিতলেন ২৯ বছরের জ্যাসমিন পাওলিনি

এই সাফল্যের মাধ্যমে জ্যাসমিন পাওলিনি ১৯৮৫ সালে রাফায়েলা রেজ্জির পর প্রথম ইতালিয়ান মহিলা হিসেবে রোম টুর্নামেন্ট জিতলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইতালিয়ান ওপেনে এক অসাধারণ জয় পায় জ্যাসমিন পাওলিনি। এই জয়ের ফলে ইতালির তারকা টেনিস খেলোয়াড় জ্যাসমিন। দ্বিতীয় ১০০০ সিরিজ চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। খেলায় তিনি নিজের প্রতিদ্বন্দ্বী কোকো গফকে ৬-৪, ৬-২ ব্যবধানে হারিয়ে দেন। এই জয় চলতি মাসের শেষদিকে শুরু হতে যাওয়া রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেন আগে জ্যাসমিন পাওলিনির ইতিবাচক মনোভাবকে গড়ে তুলবে।

এই সাফল্যের মাধ্যমে জ্যাসমিন পাওলিনি ১৯৮৫ সালে রাফায়েলা রেজ্জির পর প্রথম ইতালিয়ান মহিলা হিসেবে রোম টুর্নামেন্ট জিতলেন। যা প্রমাণ করে তিনি প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন গফের তুলনায় কতটা শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন।
ফোরো ইতালিকোর পূর্ণ গ্যালারির কেন্দ্রীয় কোর্টে দর্শকরা প্রত্যক্ষ করলেন জ্যাসমিন পাওলিনির জয়। যা হয়তো এই বছরের রোম টুর্নামেন্টে ইতালিয়ান খেলোয়াড়দের সম্ভাব্য তিনটি শিরোপার মধ্যে প্রথমটি হতে পারে।

Advertisement

২৯ বছর বয়সে জ্যাসমিন পাওলিনি ওপেন যুগে প্রথমবারের মতো রোম শিরোপা জেতা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হলেন। অন্যদিকে, তার চেয়ে আট বছরের ছোট গফ সুযোগ হারালেন ২০০২ সালে সেরেনা উইলিয়ামসের কীর্তির পর সবচেয়ে কম বয়সে বিজয়ী হওয়ার। গফের পারফরম্যান্সে ব্যাঘাত ঘটে তার করা ৫৫টি অনানুষ্ঠানিক ভুল ও সার্ভে করা সাতটি ডাবল ফল্টের কারণে। এটি তার সেমিফাইনাল ম্যাচে ঝেং কিনওয়েনের বিরুদ্ধে হওয়া ভুলগুলোর পুনরাবৃত্তি। এর ফলে জ্যাসমিন পাওলিনির জয়ের পথ আরও সহজ হয়ে যায়।

Advertisement

জ্যাসমিন পাওলিনির সামনে আরও এক সম্ভাব্য সাফল্য রয়েছে মহিলাদের ডাবলস প্রতিযোগিতায়। যেখানে তিনি ও সারা এররানি রবিবারের ফাইনালে মুখোমুখি হবেন ভেরোনিকা কুদারমেতোভা ও এলিস মার্টেন্সের। রোমে সর্বশেষ যিনি একসঙ্গে সিঙ্গেলস ও ডাবলস দুই শিরোপা জিতেছিলেন।তিনি মনিকা সেলেস। এটি ঘটেছিল ১৯৯০ সালে। আর ১০০০ সিরিজ টুর্নামেন্টে (ইন্ডিয়ান ওয়েলস) একই কীর্তি একমাত্র অর্জন করেছিলেন ভেরা জভোনারেভা। এবার জ্যাসমিন পাওলিনির সামনেও বড় কীর্তি অর্জনের বড় সুযোগ রয়েছে। এই টুর্নামেন্টে এখনও ইতালির আরেক তারকা ইয়ানিক সিনার রয়েছেন প্রতিযোগিতায়। তিনি পুরুষদের একক ফাইনালে মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাজের সঙ্গে। ফলে এই ম্যাচের দিকেও সকলে তাকিয়ে।

Advertisement