• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কিশােরীর কাছে হেরে ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামস

উইম্বলডনের ইতিহাসে কনিষ্ঠতম কোয়ালিফায়ার পনেরাে বছর বয়সী কোরি গফ মঙ্গলবার পাঁচবারের মেয়েদের সিঙ্গলস চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে শােরগােল ফেলে দিয়েছে।

ভেনাস উইলিয়ামসকে হারানোর পর কোরি গফ (Photo: Ben Stansall / AFP)

জাপানের কেই নিশিকোরি মঙ্গলবার উইম্বলডন টেনিসে ছেলেদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন ব্রাজিলের কোয়ালিফায়ার থিয়াগাে মন্টেইরােকে ৬-৪, ৭-৬, ৬-৭ হারিয়ে।

এবার অষ্টম বাছাই এবং গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট নিশিকোরি এ পর্যন্ত গ্র্যান্ডস্লাম টেনিসে তার সেরা পারফরমেন্স দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্র ওপেন টেনিসের ফাইনালে উঠে।

Advertisement

দ্বিতীয় রাউন্ডে নিশিকোরিকে হয় উজবেকিস্তানের ডেনিস ইস্টোমিন অথবা ব্রিটেনের ক্যামেরন নরির বিরুদ্ধে খেলতে হবে।

Advertisement

এদিকে, উইম্বলডনের ইতিহাসে কনিষ্ঠতম কোয়ালিফায়ার পনেরাে বছর বয়সী কোরি গফ মঙ্গলবার পাঁচবারের মেয়েদের সিঙ্গলস চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে শােরগােল ফেলে দিয়েছে।

ভেনাস যখন তাঁর প্রথম দুটি উইম্বলডন সিঙ্গলস খেতাব জেতেন তখনাে এই আমেরিকান কিশােরীর জন্মই হয়নি। সেন্টার কোর্টে তার চেয়ে ২৪ বছরের বড় ভেনাসকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে দিয়েছে। কোরি গফের বিশ্ব র‍্যাঙ্কিং ৩১৩।

তবে মেয়েদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর খেলােয়াড় অ্যাসলেই বার্টি এবং গতবারের চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কার্বের মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে উঠলেন।

বার্টি ৬-৪, ৬-২ সেটে চিনের ঝেং সাইসাইকে এবং কার্বের যিনি এবার চতুর্থ বাছাই, নিজেরই স্বদেশি জার্মানির টাটজানা মারিয়াকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে দিয়েছেন।

Advertisement