ভারত-পাক সাম্প্রতিক সংঘর্ষে কতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তা নিয়ে পরস্পরবিরোধী দাবি অব্যাহত। জুলাই মাসে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগস্টের শেষে সেই সংখ্যা সংশোধন করে সাতটি বললেন তিনি। হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘ভারত-পাক যুদ্ধকালীন সময় মোট সাতটি বিমান গুলি করে নামানো হয়েছে।’ তবে এবারও তিনি স্পষ্ট করেননি, কোন পক্ষ কতটি বিমান হারিয়েছে, কিংবা কে কার বিমান গুলি করেছে।
একই সঙ্গে ট্রাম্প ফের দাবি করেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাক সংঘর্ষবিরতি কার্যকর হয়েছে। যদিও সেই দাবি নিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশই কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তান বহুবার দাবি করেছে যে তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। এই দাবি নস্যাৎ করে ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বলেন, ‘পাকিস্তানের বক্তব্য সম্পূর্ণ ভুল।’
Advertisement
পরবর্তীতে ভারতীয় বায়ুসেনার প্রধান এপি সিং এক বিবৃতিতে জানান, পাকিস্তানের ছ’টি বিমান ধ্বংস করেছে ভারত। তাঁর দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া বিমানগুলির মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি বড় সামরিক পরিবহণ বিমান। তিনি আরও জানান, ভারতীয় বায়ুসেনা প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে এই হামলা চালিয়েছিল।
Advertisement
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ভারত। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার দাবি, ওই অভিযানে একাধিক জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়। চারদিন ধরে চলা এই সংঘর্ষের পর আপাতত সংঘর্ষবিরতি কার্যকর হলেও, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখনও তলানিতে। সীমান্তে উত্তেজনা থাকায় ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।
Advertisement



