• facebook
  • twitter
Monday, 11 November, 2024

যাদবপুরের প্রার্থী সায়নী শিব মন্দিরে পুজো দিয়েই প্রচার শুরু করলেন

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, ২৩ মার্চ— তাঁকে নিয়ে অনেক বিতর্ক৷ তিনি নাকি শিব ঠাকুরের মাথায় কামনার বিশেষ গয়না পরিয়ে আধুনিকতার পরিচয় দিয়েছেন৷ সেই তিনি অভিনেত্রী শনিবারের বার বেলায় শিব ঠাকুরকে ভক্তি ভরে পুজো দিয়ে রাজপুর সোনারপুর পুরসভার ৩০ নং ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করলেন৷ করোজোডে় জনতাকে জানালেন, কবীর সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, ২৩ মার্চ— তাঁকে নিয়ে অনেক বিতর্ক৷ তিনি নাকি শিব ঠাকুরের মাথায় কামনার বিশেষ গয়না পরিয়ে আধুনিকতার পরিচয় দিয়েছেন৷ সেই তিনি অভিনেত্রী শনিবারের বার বেলায় শিব ঠাকুরকে ভক্তি ভরে পুজো দিয়ে রাজপুর সোনারপুর পুরসভার ৩০ নং ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করলেন৷ করোজোডে় জনতাকে জানালেন, কবীর সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী নই৷ আমাকে আপনারা পাশে পাবেন৷ এক অর্থে বুঝিয়ে দেওয়া, ওনারা থেকেও ছিলেন না! আমাকে জেতান৷ আমি থাকবো৷ আমার আমিকে সবাই সবচেয়ে বেশি ভালোবাসে৷ যাদবপুর লোকসভার প্রার্থী রাজ্যের শাসকদলের যুব সভানেত্রী সায়নী ঘোষের ভোটের জন্য প্রার্থনা শনিবারের সকালে দুয়ারে দুয়ারে!

আবার এই অভিনেত্রী প্রার্থীকে আরাবুল হীন ভাঙড় থেকে পঞ্চাশ হাজার লিড দিয়ে জেতাতে মরিয়া ক্যানিং পূর্ব এর বিধায়ক ভাঙডে়র অবজারভার শওকত মোল্লা৷ প্রকাশ্যে জানিয়ে দেন আরাবুল কাইজার কোনও ফ্যাক্টর নয়, ভাঙড় থেকে যাদবপুরের প্রার্থী পঞ্চাশ থেকে ষাট হাজার লিড পাবে৷

এ কথা বলার কারণ বোধহয়, আই এস এফ কর্মী খুনে অভিযোগ থাকায় ও তেইশের পঞ্চায়েত ভোটে ভাঙডে় গন্ডগোল হওয়ার দায় আরাবুল ইসলাম এর ওপর পড়ায় তিনি এখন কারাগারে বন্দি৷ তাঁর বন্দিদশায় ক্ষুব্ধ আরাবুল অনুগামী ভাঙডে়র বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক৷ ভোটের সময়েও তাঁদের নেতা জেলের ঘরে৷ হতাশ অনুগামীরা ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় আরাবুল এর মুক্তি চেয়ে নানা ধরণের পোস্ট করছে৷ এমনকী তাঁর জামিনের জন্য বারুইপুর আদালত চত্বরে গড়াগডি়ও খেয়েছে৷ যা ভাইরাল হয়েছে৷ এর ফল লোকসভার ভোটে পড়তে পারে বুঝেই নাকি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন শওকত৷ আশ্বাস দিলেন তাঁর ঘনিষ্ঠ ভাঙডে়র কর্মী ও শাসকদলের সর্বোচ্চ নেতৃত্বকে৷ বোঝালেন, আরাবুল ছাড়াই লিড পাবে যাদবপুরের প্রার্থী৷ যদিও শঙ্কায় আদি তৃণমূলের নেতৃবৃন্দ৷ কারণ, আরাবুল আদি তৃণমূল৷ বামেদের মার খেয়ে তৃণমূল দল করেছে৷ আর শওকত বাম ঘর থেকে এসে তৃণমূল হয়েছে মুকুল শোভনের হাত ধরে৷ আগে শওকত বামেদের রেজ্জাক এর ডান হাত ছিল৷ এখন ডায়মন্ড হারবারের সাংসদ এর ভরসার পিলার৷ আদি তৃণমূলীরা আরাবুল এর বন্দি দশা মেনে নিতে পারছে না৷ ভোট ঘুরে যেতে পারে৷ অভিমত জেলার পোড় খাওয়া আদি তৃণমূল নেতাদের একাংশের৷

বেশ গরম যাদবপুরের ভোটের প্রচারের বাজার৷ ভাঙডে়র তৃণমূলের ভোটের একটা বড় অংশ নাকি চলে যেতে পারে আইএসএফ এর ঘরে৷

এ কথা কানাকানি হবার কারণ, ভাঙডে়র বিধায়ক আইএসএফ এর নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ ভাঙডে়র তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানসভার ভোটে হেরে গিয়েছিলেন ভাঙডে়র বাইরের মানুষ হওয়ায়৷ ক্ষুব্ধ অনেকে নাকি শাসকদলকে ভোট না দিয়ে আইএসএফকে ভোট দিয়েছিল৷ ধর্মীয় দুর্বলতা কাজ করেছিল৷ ফুরফুরা শরীফের আওলাদকে ভোট দিয়ে ফুরফুরার পীরদের সম্মান জানানো৷ এবার ভোট আইএসএফ এর দিকে গেলে তা হবে আদি তৃণমূল বন্দি আরাবুলকে সমবেদনা জানিয়ে৷ আর এই কাটাকাটির অংকের ভাগের ফসল নাকি যেতে পারে বিজেপির যাদবপুরের প্রার্থী ডাঃ অনির্বাণ গাঙ্গুলির ঝুলিতে৷

রাজনীতির আঙিনায় সাধারণ মানুষের বিচিত্র ভাবনার ছবি ভোট কুশলী অংকের মাষ্টার মশাইদের বোধহয় ঘোল খাইয়ে দেবে৷ সোঁদর বনের বাদাবনে সন্দেশখালির বেতাজ বাদশার অত্যাচারের কাহিনী রোজার মাসে গার্ডেনরিচে এগারো জন মানুষের মর্মান্তিক মৃতু্য এখন প্রকাশ্যে আলোচিত চায়ের দোকানে ফেরি ঘাটে ভ্রমণের লঞ্চে৷ কী অদ্ভুত আকুতি, হে ওপরয়ালা ওরে দয়াল বিচার করো৷ বিচারের রায়ের অপেক্ষায় সুন্দরবনের মানুষ৷