• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

হাইকোর্টে স্বস্তি রেখা পাত্রর

নিজস্ব প্রতিনিধি— মঙ্গলবার সন্দেশখালির মামলায় হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র৷ হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন সন্দেশখালির রেখা পাত্র৷ হাইকোর্ট জানিয়েছে, ‘আগামী ১৪ জুন পর্যন্ত রেখার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলায় কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ’৷ গত ১২ মে যে এফআইআর করেছিল পুলিশ, সেটির উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট৷ তাঁর (রেখা পাত্র) বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি— মঙ্গলবার সন্দেশখালির মামলায় হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র৷ হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন সন্দেশখালির রেখা পাত্র৷ হাইকোর্ট জানিয়েছে, ‘আগামী ১৪ জুন পর্যন্ত রেখার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলায় কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ’৷ গত ১২ মে যে এফআইআর করেছিল পুলিশ, সেটির উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট৷ তাঁর (রেখা পাত্র) বিরুদ্ধে কোথায় কটা মামলা করেছে পুলিশ? তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রেখা৷ একইসঙ্গে নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিজেপি প্রার্থী৷ মঙ্গলবার সংশ্লিষ্ট মামলাটির শুনানি চলে৷ এদিন রেখার আইনজীবী সওয়াল করে জানান, ‘সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচার ও জমি দখলের প্রতিবাদ করায় রেখার বিরুদ্ধে ভুয়ো মামলা করে পুলিশ৷ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাডি়তে হামলার ঘটনাতে ফাঁসিয়ে দিয়ে ওই এইআইআর করা হয়৷ সেই এফআইআর খারিজ এবং নিরাপত্তার আর্জি জানানো হচ্ছে’৷ অন্যদিকে, রাজ্যের আইনজীবী বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে৷ রেখার বিরুদ্ধে কোনও তদন্ত এখনও শুরু হয়নি৷” দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, ‘স্বতঃপ্রণোদিত মামলায় রেখার বিরুদ্ধে আগামী ১৪ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ’৷