সুকান্তের দত্তক নেওয়া গ্রামে খারাপ রাস্তার ‘দেহ’ নিয়ে শেষযাত্রায় শামিল বাসিন্দারা

Written by SNS March 8, 2024 3:13 pm

বালুরঘাট: রাস্তার ‘দেহ’ নিয়ে শেষযাত্রায় শামিল শোকে বিহ্বল গ্রামবাসীরা। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের একমাত্র সংযোগকারী রাস্তা। যার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চকরাম থেকে দুধকুড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু কে শোনে কার কথা! অভিযোগ, দীর্ঘ ১০ বছর আগে রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে আর এক কোদাল মাটিও পড়েনি রাস্তায়।

জানা গিয়েছে, বালুরঘাটের সাংসদ সুকান্ত এই গ্রামটিকে দত্তক নিয়েছিলেন। রাস্তা তৈরি করার জন্য নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দও করেছিলেন। কিন্তু রাস্তার হাল ফেরেনি। তাই বাধ্য হয়ে সেই রাস্তাকে মৃত বলে ঘোষণা করে, তার অন্ত্যেষ্টিতে যোগ দিলেন বিরক্ত গ্রামবাসীরা।চকরাম, রামপ্রসাদ, চকশ্যাম সুকাহার, নয়াপাড়া-সহ ১২ থেকে ১৩টি গ্রামের মানুষকে প্রতিদিন চলাচলের জন্য এই রাস্তা ব্যবহার করতে হয়। কিন্তু রাস্তার অবস্থা যা তাতে সারা বছরই সমস্যার মুখে পড়তে হয় বাসিন্দাদের। বর্ষাকাল ছাত্রছাত্রীদের স্কুল, কলেজ যেতে বা মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে স্থানীয় বাসিন্দাদের বেগ পেতে হয়। এবিষয়ে জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরীশ সরকার জানিয়েছেন, সাংসদ অর্থ বরাদ্দ করেছেন। সেই অনুযায়ী টেন্ডারও ডাকা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হওয়ার কথা বলেও জানিয়েছেন তিনি।