জঙ্গি টার্গেটে অভিষেক! গ্রেপ্তার মুম্বই হামলার চক্রী, নিরাপত্তা জোরদার

Written by SNS April 22, 2024 5:45 pm

নিজস্ব প্রতিনিধি— মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়! এমনই বিস্ফোরক দাবি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুরলিধর শর্মার৷ অভিযুক্ত রাজারাম রেগে কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বাডি় এবং অফিসের সামনে রেইকিও করেন৷ সোমবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ নির্বাচনের মধ্যেই এমন ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি৷ এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷

তবে কে এই রাজারাম রেগে? কেনই বা তিনি কলকাতায় এলেন? লালবাজারের তরফে জানানো হয়েছে, রাজারাম রেগে হলেন মুম্বই হামলার এক অন্যতম ষড়যন্ত্রী৷ অভিযুক্তের আরও এক বড় পরিচয় হল, তিনি একসময় শিবসেনার নেতা ছিলেন৷ লালবাজারে একটি সাংবাদিক বৈঠক করে পুলিশ, মুম্বই হামলার সঙ্গে রাজারামের যোগসূত্র ব্যাখ্যা করে৷ তাঁদের ব্যাখ্যা অনুযায়ী, ২৬/১১ হামলার আগে বিস্ফোরণের চক্রী ডেভিড কোলম্যান হেডলি যখন মুম্বই গিয়েছিলেন, তখন রাজারামের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল৷ ডেভিড হেডলির শিকাগোতে যখন বিচার প্রক্রিয়া চলছিল, সেই সময় তিনি বয়ান দিয়েছিলেন যে রাজারাম রেগে নামক এই শিবসেনা নেতার সঙ্গে শিবসেনা ভবনের বাইরে তিনি দেখা করেছিলেন৷ শুধু তাই নয়, তিনি চেয়েছিলেন লস্কর-ই-তৈবার মুম্বই হামলায় এই রাজারাম রেগেকে ব্যবহার করতে৷ এরপর থেকেই রাজারামের নাম মুম্বই হামলার ঘটনায় উঠে আসে৷ রাজারাম, হেডলির সামনে নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা হিসাবেই পরিচয় দিয়েছিলেন৷ হেডলিকে রাজারাম আশ্বাস দিয়েছিলেন যে, তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করিয়ে দেবেন৷ সেই রাজারামই গত ১৮ এপ্রিল অভিষেকের বাড়ি রেইকি করতে কলকাতায় আসেন৷ দুদিন ছিলেন কলকাতায়৷ কলকাতায় এসে শেক্সপিয়র সরণির একটি হোটেলে ছিলেন৷ তাঁকে ভিডিওগ্রাফিও করতে দেখা যায়৷ পুলিশের ভাষায়, “কিছু মানুষ কিছু পলিটিক্যাল ব্যক্তিত্বদের নামে রেইকি করছিল৷ আমরা প্রাথমিক নাম জানতে পারি রাজারাম রেগে৷ ইনি মুম্বই অ্যাটাক যখন হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিলেন৷ শেক্সপিয়ার সরণির ‘অরা’ হোটেলে ছিলেন৷ তিনি এখানে এসে অভিষেক বন্দোপাধ্যায়ের ফোন নম্বর এবং পিএ-র মোবাইল নম্বর নিয়েছেন৷ তিনি অভিষেকের অফিস যান, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন৷ এই নিয়ে আমাদের শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করা হয়৷”

কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলিধর শর্মা এ প্রসঙ্গে বলেন, “গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাডি় ও অফিসে রেইকি করা হয়েছে৷ মুম্বই অ্যাটাকের মতো কোনও পরিকল্পনা রয়েছে কিনা বা তার কোনও যোগসূত্র রয়েছে কিনা আমরা তা খতিয়ে দেখব৷ ২৬/১১ মুম্বই যে জঙ্গি হামলা হয়েছিল তার সঙ্গে একেবারেই এই অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে৷ সেই কারণেই আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি৷”

উল্লেখ্য, সোমবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মুম্বই থেকে রাজারাম রেগিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এসেছে৷ শেক্সপিয়র সরণি থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাজারামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাডি়র সামনেও তিনি রেইকি করেছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ যদিও এই ঘটনার পর অভিষেক এমনকি মুখ্যমন্ত্রী উভয়েরই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ বর্তমানে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান অভিষেক৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজরার বাডি়র বাইরে এবং ক্যামাক স্ট্রিটে যে অফিসে তিনি বসেন, সেই অফিসের বাইরেও পুলিশি নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে৷ কলকাতা পুলিশের আরও বেশ কিছু ফোর্স মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে৷