• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মােদির গুজরাতে ও একুশে জুলাই

এবারের একুশে জুলাই তৃণমূল কংগ্রেস রাজ্যের সীমানা পেরিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে পৌঁছে যেতে চায়। লক্ষ্য আগামী ২০২৪ সালের লােকসভার ভােট।

নরেন্দ্র মোদি (Photo: IANS)

এবারের একুশে জুলাই তৃণমূল কংগ্রেস রাজ্যের সীমানা পেরিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে পৌঁছে যেতে চায়। এবারের লক্ষ্য আগামী ২০২৪ সালের লােকসভার ভােট। তাই শুধু বাংলায় নয়। রাজধানী দিল্লি সহ আসাম, ত্রিপুরা, মনিপুর, উত্তরপ্রদেশ, পাঞ্জাব তামিলনাড়ু সর্বপরি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর রাজ্য অর্থাৎ গুজরাটে একুশে জুলাই পালন মহাসমারােহে।

একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বশক্তি প্রয়ােগ করেও বাংলায় সেভাবে ফলাফল গড়তে পারেনি। তবে চেষ্টা ছিল।ইতিমধ্যেই ‘বাঙালি প্রধানমন্ত্রী, দিদি এবার পিএম হবে’ স্লোগান সােশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । দিল্লিতে জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরাসরি ভাষণ।

Advertisement

নরেন্দ্র মােদি এবং অমিত শাহের গুজরাটে ৩৩ টি জেলার মধ্যে ৩২ টিতে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। গুজরাটি ভাষায় বিভিন্ন পােস্টার ছেয়ে গেছে। সর্বভারতীয় তৃনমূল কংগ্রেস গুজরাট প্রদেশের তরফে আগামী ২১ জুলাই ভার্চুয়াল বক্তৃতা লেবেন মমতা।

Advertisement

Advertisement