• facebook
  • twitter
Friday, 5 December, 2025

একুশে জুলাই মমতার ভাষণ শোনানো হবে একাধিক বিজেপি শাসিত রাজ্যে

ফের একুশে জুলাইয়ের সমাবেশকে সর্বভারতীয় রূপ দিতে চাইছে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর এরাজ্যের বাইরেও বহু রাজ্যে এবার পালিত হবে একুশে জুলাই।

  • ফের একুশে জুলাইয়ের সমাবেশকে সর্বভারতীয় রূপ দিতে চাইছে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর এরাজ্যের বাইরেও বহু রাজ্যে এবার পালিত হবে একুশে জুলাই।

দেশের প্রায় সব প্রান্তেই শোনানো হবে নেত্রীর ভাষণ। পাশাপাশি দলের রাজ্য সংগঠনগুলিও নিজেদের মতো করে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে।

করোনার প্রকোপে গত দু’বছর পর ও একুশের বিধানসভায় বিরাট জয়ের পর এবারই প্রথম পুরোদমে শহিদ দিবসের সমাবেশ করার সুযোগ পাচ্ছে রাজ্যের শাসকদল।

Advertisement

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী বৃহস্পতিবার, ২১ জুলাই, লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

তবে এবারে মমতার সেই ভাষণ শুধু এরাজ্যের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না।

সূত্রের খবর, যে যে রাজ্যে দলের পার্টি অফিস আছে, সেই সব রাজ্যে শোনানো হবে মমতার ভাষণ।

ইতিমধ্যেই জানা গিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গোয়া, অসম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে দলের কার্যালয়ে শোনানো হবে নেত্রীর ভাষণ।

এই সবকটি রাজ্যেই এই মুহূর্তে শাসকের আসনে বিজেপি। অর্থাৎ বিজেপির দুর্গেই মমতার বার্তা পৌঁছে দিতে চায় তৃণমূল।

জায়ান্ট স্ক্রিনে দলনেত্রীর বক্তৃতা দেখানোর পাশাপাশি পালিত হবে বিভিন্ন স্থানীয় সামাজিক কর্মসূচিও। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন রাজ্যের নেতৃত্বকে এ নিয়ে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে।

Advertisement